বিভিন্ন অঞ্চলের জলবায়ু - ভূগোল ১ম পত্র, অধ্যায় ৬ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সম্প্রতি সৌদি আরবে ঘটে বেশকিছু বড় বন্যার ঘটনাছবি: এএফপি

অধ্যায় ৬

নিচের চিত্রটি লক্ষ করে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৩১. উদ্দীপকের ‘ক’ চিহ্নিত স্থানকে কী বলে?

ক. বৃষ্টিচ্ছেদ অঞ্চল খ. বৃষ্টিনিযুক্তি অঞ্চল

গ. বৃষ্টিছায় অঞ্চল ঘ. বৃষ্টিবিহীন অঞ্চল

৩২. মধ্যপ্রাচ্যে অনেকগুলো পর্বত থাকা সত্ত্বেও চিত্রে প্রদর্শিত শ্রেণির বৃষ্টিপাত হয় না কেন? 

i. মরুভূমির প্রভাবে

ii. জলীয়বাষ্পহীন বায়ুর প্রভাবে

iii. সমুদ্র থেকে অনেক দূরে বলে

নিচের কোনটি সঠিক?

   ক. i ও ii খ. i ও iii

  গ. ii ও iii ঘ. i, ii ও iii 

৩৩. সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণিঝড়— 

i. টাইফুন ii. হারিকেন

iii. টর্নেডো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii 

৩৪. মৌসুমি অঞ্চলে কোন সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? 

  ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে

  গ. শরৎকালে ঘ. শীতকালে

৩৫. স্পেন কোন জলবায়ুর অন্তর্ভুক্ত? 

  ক. মৌসুমি খ. ভূমধ্যসাগরীয়

  গ. নিরক্ষীয় ঘ. মহাদেশীয়

৩৬. ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু দেখা যায়?

   ক. নিরক্ষীয় খ. মৌসুমি

  গ. ভূমধ্যসাগরীয় ঘ. তুন্দ্রা

৩৭. কোন অঞ্চলটি আবসাদ অঞ্চল নামে পরিচিত?

  ক. হিমমণ্ডল খ. উপক্রান্তীয় চাপবলয়

  গ. ক্রান্তীয় ঘ. নিরক্ষীয়

৩৮. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? 

   ক. সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত হয়

  খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়

  গ. সারা বছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া

  ঘ. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর দিক পরিবর্তন হয়

৩৯. মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেমি.?

  ক. ১৫০-২০০ খ. ২০০-২৫০

  গ. ২০০-৩০০ ঘ. ১২৫-২০০

৪০. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?

   ক. ৫°-১০° খ. ১০°-১৫°

  গ. ১০°-২০° ঘ. ২০°-২৫°

৪১. রোগব্যাধি ও মহামারি কী কারণে বেড়ে  যেতে পারে?

   ক. তাপমাত্রা বৃদ্ধিতে 

খ. বায়ুপ্রবাহ বৃদ্ধিতে

  গ. বৃষ্টিপাত বৃদ্ধিতে   

ঘ. বায়ুর আর্দ্রতা বৃদ্ধিতে

৪২. উভয় নাতিশীতোষ্ণমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার?

   ক. ৪০০০ খ. ৪৮০০

  গ. ৫২০০ ঘ. ৬৪০০

৪৩. ভ্লাদিমির কোপেন পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা ও আর্দ্রতা অনুযায়ী পৃথিবীকে কয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করেন? 

  ক. ২টি খ. ৩টি

  গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ঘ ৪০. ক ৪১. ক ৪২. খ ৪৩. ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা