এইচএসসি ২০২৩ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৩৯)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৩১. শিল্প বিপ্লবের ইতিবাচক পরিবর্তন—

i. পেশা পরিবর্তন

ii. কর্মসংস্থান সৃষ্টি

iii. সামাজিক বিচ্ছিন্নতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. দরিদ্র আইন বাস্তবায়নের জন্য কী নিয়োগের ব্যবস্থা ছিল?

ক. আমির খ. ওভারসিয়ার

গ. আইনজীবী ঘ. উকিল

অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ইংল্যান্ডে একটি যুগান্তকারী রিপোর্ট সামাজিক নিরাপত্তার এক নতুন অধ্যায়ের সূচনা করে। এ রিপোর্ট মানবসমাজের অগ্রগতি ও প্রতিবন্ধকতা হিসেবে পাঁচটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করে।

৩৩. উদ্দীপকে কোন রিপোর্টের কথা বলা হয়েছে?

ক. সামাজকল্যাণ রিপোর্ট

খ. সাম্যনীতির রিপোর্ট

গ. বিভারিজ রিপোর্ট

ঘ. অর্থবিল রিপোর্ট

৩৪. উক্ত রিপোর্টটি বিশ্লেষণে পাওয়া যায়—

i. অজ্ঞতা ii. অভাব

iii. অলসতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. ‘Revolution’ শব্দের অর্থ কী?

ক. আন্দোলন খ. যুদ্ধ

গ. ধর্মঘট ঘ. বিপ্লব

৩৬. ১৬০১ সালের দরিদ্র আইনে ছেলেরা কত বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাদের মনিবের অধীনে কাজ করত?

ক. ২১ বছর খ. ২২ বছর

গ. ২৩ বছর ঘ. ২৪ বছর

৩৭. কোন আইনে দরিদ্রদের অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয়?

ক. ১৬০১ সালের দরিদ্র আইনে

খ. ১৯০৫ সালের দরিদ্র আইনে

গ. ১৮৩৪ সালের দরিদ্র সংষ্কার আইনে

ঘ. ১৯৪১ সালের দরিদ্র আইনে

৩৮. ১৬০১ সালের দরিদ্র আইনকে কী বলা হয়?

ক. ৪৩তম এলিজাবেথীয় দরিদ্র আইন

খ. নতুন দরিদ্র আইনকে

গ. ৪১তম এলিজাবেথীয় দরিদ্র আইন

ঘ. পুরোনো দরিদ্র আইন

৩৯. সামাজিক বিচ্ছিন্নতার যথার্থ কারণ হলো—

i. রীতিনীতির অভাব

ii. মূল্যবোধের অভাব

iii. গোত্রহীনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.ক ৩৯.ঘ

মাহমুদ বিন আমিন, প্রভাষক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা