শিখন অভিজ্ঞতা ৫
কিউআর কোড
কিউআর কোডের পূর্ণ রূপ হলো কুইক রেসপন্স কোড। কিউআর কোডের সাহায্যে যেকোনো এনক্রিপটেড তথ্য খুব দ্রুত ও সহজে সংরক্ষণ ও কাজ করা যায়। এ কারণে এটির নাম দেওয়া হয়েছে কিউআর কোড।
অ্যালগরিদম
অ্যালগরিদম হলো একটি প্রক্রিয়া বা ধাপ। যেকোনো কাজ ধাপে ধাপে করলে কাজটি যেমন বোঝাতে সুবিধা হয়, তেমনি সমাধান করাও সহজ হয়। ধাপে ধাপে কাজ করলে যদি কোনো একটি ধাপ কঠিন মনে হয়, তখন সেই ধাপ কীভাবে সমাধান করা যায়, তা সহজে বোঝা যায়। অর্থাৎ কিছু নিয়ম বা নির্দেশ দেওয়া থাকে, যাতে এসব নিয়ম বা নির্দেশ একটির পর একটি ক্রমাগতভাবে লেখা হয়।
প্রবাহচিত্র: যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা প্রোগ্রাম কীভাবে কাজ করবে, তার গতিধারা নির্ণয় করাই হলো প্রবাহচিত্র বা ফ্লোচার্ট। প্রবাহচিত্রকে কতগুলো সিস্টেমের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রবাহচিত্রের দ্বারা কোনো অ্যালগরিদমের কোন ধাপে কী কাজ সম্পাদন করা হয়, সেটি সহজে বোঝা যায়।
প্রোগ্রাম: কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে সাজানো বা লিখিত নির্দেশমালাকে প্রোগ্রাম বলে।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা