সংক্ষেপে জেনে রাখি - একচেটিয়া বাজার, প্রথম বাঙালি শাসক, প্লাস্টার অব প্যারিস, টেকসই উন্নয়ন অভীষ্ট

একচেটিয়া বাজার

কোনো ব্যক্তি, সরকার অথবা করপোরেশন কর্তৃক কোনো একটি দ্রব্য উৎপাদন ও বিক্রয় করার একচেটিয়া অধিকারই হলো একচেটিয়া বাজার। পুরোপুরি একচেটিয়া বাজার বাস্তবে খুঁজে পাওয়া কঠিন।

প্লাস্টার অব প্যারিস

প্লাস্টার অব প্যারিস একধরনের রাসায়নিক যৌগ (Calcium sulfate), যা জলসংযোগে শক্ত হয়ে যায়। জিপসামকে উচ্চ উষ্ণতায় নিয়ে গেলে জলীয় অংশ কমে গিয়ে চূর্ণ অবস্থায় আসে, এতে অনার্দ্র ক্যালসিয়াম সালফেট মেশালে তা জমাট বাঁধে। এর সাধারণ নাম প্লাস্টার অব প্যারিস।

প্রথম বাঙালি শাসক

সামন্তরাজা শশাংক ৫৯৪ খ্রিষ্টাব্দের প্রথম ভাগে গৌড় অঞ্চলে ক্ষমতা দখল করে উত্তর বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তবে শশাংকের রাজত্ব দীর্ঘস্থায়ী ছিল না। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম বাঙালি শাসক।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা

MDG অর্জনের লক্ষ্যমাত্রা শেষ হওয়ার পর জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG ঘোষণা করে। এর মাধ্যমে বিশ্বে উন্নয়ন প্রচেষ্টা ও সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের জন্য ১৭টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালে এর বাস্তবায়ন শেষ করার লক্ষ্য ধরা হয়েছে।

আরও পড়ুন