বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-৩

প্রতীকী ‘অপরিচিতা’ ও ‘সোনার তরী’ছবি: মামুনুর রশিদ ও আলেসান্দ্রো সান্তোস। কোলাজ পড়াশোনা গ্রাফিক্স

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য আমরা ধারাবাহিকভাবে সহায়ক লেখা প্রকাশ করছি। গত দুদিন বাংলাসাধারণ জ্ঞান নিয়ে কোথা থেকে কী পড়তে হবে, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। এবার আমরা গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন নিয়ে সহায়ক লেখা প্রকাশ করতে থাকব।

বাংলা সাহিত্যপাঠের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত ‘অপরিচিতা’ ও ‘সোনার তরী’ কবিতা থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।

১. ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

A. সবুজপত্র B. কালের খেয়া

C. কল্লোল D. বঙ্গদর্শন

২. ‘অপরিচিতা’ গল্পে অনুপমের সুন্দর চেহারাকে পণ্ডিতমশায় কিসের সঙ্গে তুলনা করেছিলেন?

A. জবা ফুল ও আম B. গোলাপ ফুল ও তরমুজ

C. শিমুল ফুল ও মাকাল ফল D. জবা ফুল ও আপেল

৩. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?

A. অপরিচিতা B. চোখের বালি

C. মুসলমানীর গল্প D. শেষের কবিতা

৪. অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কী?

A. গলার স্বর B. জন্ম-মৃত্যু

C. বিবাহ D. মনুষ্যত্ব

৫. ‘গণ্ডুষ’ শব্দটির অর্থ কী?

A. এককোষ জল B. একঘটি জল

C. এককলসি জল D. একগ্লাস জল

৬. ‘মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল’। ‘অপরিচিতা’ রচনার এ উদ্ধৃতিতে অনুপমের মামার কী প্রকাশ পেয়েছে?

A. কেতাদুরস্ত B. অন্তসারশূন্য অহংকার

C. অর্থলোলুপতা D. কৌলীন্য

৭. ‘কার্তিকে’র অগ্রজ কে?

A. রাবণ B. বিভীষণ

C. গজানন D. দুঃশাসন

৮. ‘অপরিচিতা’ গল্পে রসবোধসম্পন্ন চরিত্র কোনটি?

A. হরিশ B. বিনুদা

C. কল্যাণী D. শম্ভুনাথ বাবু

৯. অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?

A. হরিশ B. বিনুদাদা

C. অনুপমের মামা D. শম্ভুনাথ সেন

১০. ‘অপরিচিতা’ গল্পের বিশেষ দিক কোনটি?

A. নারীর সঠিক মূল্যায়ন B. পুরুষতন্ত্রের অসারতা

C. নারীশিক্ষার প্রসার D. নারীর ব্যক্তিত্বের জাগরণ

আরও পড়ুন
আরও পড়ুন

১১. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?

A. স্বরবৃত্ত B. মাত্রাবৃত্ত

C. অক্ষরবৃত্ত D. গদ্যছন্দ

১২. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়?

A. রাজা B. চতুরঙ্গ

C. গৃহদাহ D. ঘরে বাইরে

১৩. কবি ‘ছোট খেত’ বলতে কী বোঝাতে চেয়েছেন?

A. আয়তনে ছোট খেত B. নদীর ছোট চর

C. মানুষের জীবনপরিধি D. অজানার দেশ

১৪. ‘কূলে একা বসে আছি, নাহি ভরসা’ বলতে কবি কী বুঝিয়েছেন?

A. অনিশ্চয়তা B. অপ্রাপ্তিবোধ

C. হতাশা D. আশঙ্কা

১৫. বাঁকা জল কোথায় খেলা করছে?

A. পরপারে B. খরস্রোতা নদীতে

C. বিদেশে D. খেতের চারদিকে

১৬. পরপারের গ্রামখানি কীরূপ?

A. আঁকা ছবির মতো B. অস্পষ্ট ও অপূর্ণ

C. ধোঁয়াশার মতো D. কালো ও বিবর্ণ

১৭. বৈরী পরিবেশে গান গাইতে গাইতে মাঝির এগিয়ে আসা কোন বৈশিষ্ট্যের প্রতি নির্দেশ করে?

A. শান্ত রূপ B. সংগীতপ্রেম

C. আনন্দিত আগমন D. নির্মোহ মনোভাব

১৮. ‘শূন্য নদীর তীরে/ রহিনু পড়ি’ কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে?

A. মৃত্যুর অনিবার্যতা B. কালের প্রবহমানতা

C. কৃষকের অসহায়ত্ব D. অপ্রাপ্তির বেদনা

১৯. ‘সোনার তরী’ কবিতায় গঠনগত বৈশিষ্ট্যের মিল রয়েছে নিচের কোনটির সঙ্গে?

A. সংকেতধর্মিতা B. রূপকধর্মিতা

C. বাস্তবধর্মিতা D. গীতিধর্মিতা

২০. ‘বারেক’ শব্দের অর্থ কী?

A. বারবার B. পুনরায়

C. অনুমতিক্রমে D. একবার


আগামী পর্বে থাকবে ‘আমার পথ’, ‘বিদ্রোহী’—থেকে বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর।


সঠিক উত্তর
1| A. সবুজপত্র 2| C. শিমুল ফুল ও মাকাল ফল 3| C. মুসলমানীর গল্প 4| A. গলার স্বর 5| A. এককোষ জল 6| B. অন্ত্মসারশূন্য অহংকার 7| C. গজানন 8| A. হরিশ 9| B. বিনুদাদা 10| D. নারীর ব্যক্তিত্বের জাগরণ
11| B. মাত্রাবৃত্ত 12| C. গৃহদাহ 13| C. মানুষের জীবনপরিধি 14| A. অনিশ্চয়তা 15| D. খেতের চারদিকে 16| A. আঁকা ছবির মতো 17| D. নির্মোহ মনোভাব 18 | A. মৃত্যুর অনিবার্যতা 19| B. রূপকধর্মিতা 20| D. একবার

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন