অধ্যায় ৬
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ঢাকার ছেলে সুমন বৃত্তি নিয়ে সুইডেনে উচ্চশিক্ষার জন্য যায়। কিন্তু কয়েক মাস থাকার পর অতিরিক্ত শীতের কারণে আর থাকতে না পেরে দেশে ফিরে আসে।
৪৪. উদ্দীপকে গমন করা দেশটির সঙ্গে কোন তাপমণ্ডলের সাদৃশ্য রয়েছে?
ক. উত্তর হিমমণ্ডল
খ. উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল
গ. দক্ষিণ হিমমণ্ডল
ঘ. দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল
৪৫. সুমনের নিজে দেশে ফিরে আসার যৌক্তিক কারণ হচ্ছে—
i. তুষার জলবায়ু ii. পর্যাপ্ত সৌরকিরণ
iii. তির্যক সৌরকিরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়?
ক. নাতিশীতোষ্ণ খ. চরমভাবাপন্ন
গ. ভূমধ্যসাগরীয় ঘ. নিরক্ষীয়
৪৭. কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষরেখায় অবস্থিত হওয়া সত্ত্বেও সেখানকার তাপ সর্বদা হিমাঙ্কের নিচে থাকে কেন?
ক. ঢালের কারণে
খ. উষ্ণতার কারণে
গ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
ঘ. উচ্চে অবস্থানের কারণে
৪৮. বাংলাদেশের জলবায়ুকে কয়টি ঋতুতে ভাগ করা হয়েছে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৪৯. বৃষ্টিবহুল শীতকাল ও বৃষ্টিহীন গ্রীষ্মকাল কোন জলবায়ুর বৈশিষ্ট্য?
ক. মৌসুমি খ. নিরক্ষীয়
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মেরুদেশীয়
৫০. কোন কোন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল?
ক. নভেম্বর ও ফেব্রুয়ারি
খ. মার্চ থেকে মে মাস
গ. জুন থেকে অক্টোবর
ঘ. ফেব্রুয়ারি ও মার্চ
৫১. মৌসুম শব্দের অর্থ কী?
ক. ঝড় খ. বৃষ্টি
গ. টর্নেডো ঘ. আকাশ
৫২. বিশ্ব উষ্ণায়নের কারণ—
i. CFC
ii. CO2
iii. N2O
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো—
i. অধিক তাপ ও বৃষ্টিপাত
ii. সারা বছর লম্বভাবে কিরণ
iii. বৃষ্টিহীন গ্রীষ্মকাল ও বৃষ্টিবহুল শীতকাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. বাংলাদেশে জলবায়ু ভিন্নতার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়—
i. দক্ষিণ-পূর্বাঞ্চলে
ii. উত্তর-পূর্বাঞ্চলে
iii. উত্তর-পশ্চিমাঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. iii ঘ. i, ii ও iii
৫৫. আফ্রিকার কঙ্গো অববাহিকায় কোন ধরনের জলবায়ু দেখা যায়?
ক. নিরক্ষীয় খ. মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. নাতিশীতোষ্ণ
৫৬. বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু শ্রেণির অন্তর্গত?
ক. নিরক্ষীয় খ. ক্রান্তীয় মৌসুমি
গ. ভূমধ্যসাগরীয় ঘ. মেরু
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৪৪. ক ৪৫. খ ৪৬. গ ৪৭. ঘ ৪৮. গ ৪৯. গ ৫০. খ ৫১. খ ৫২. ঘ ৫৩. ক ৫৪. গ ৫৫. ক ৫৬. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা