অধ্যায় ৩
নিচের চিত্রটি লক্ষ করো এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩০. F এর মান কত?
ক. (C+B) (B+A)
খ. A + B + C
গ. AB + C
ঘ. (A+B) C
৩১. C = 0 হলে F এর মান কত?
ক. AB খ. AB + 1
গ. 0 ঘ. 1
নিচের চিত্রটি দেখে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৩২. ওপরের চিত্রটি কোন গেটের সমতুল্য?
ক. NOT খ. AND
গ. OR ঘ. NOR
৩৩. Y এর মান 1 হবে যদি—
i. A = 0, B = 1
ii. A = 0, B = 0
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?
ক. রেজিস্টার খ. কাউন্টার
গ. এনকোডার ঘ. ডিকোডার
৩৫. ১৬ লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৮টি
৩৬. ডিকোডারের ইনপুট সংখ্যা ৪ হলে আউটপুট হবে—
ক. ৪ খ. ৮
গ. ১৬ ঘ. ৩২
৩৭. কোন বর্তনী B বর্ণকে ASCII-তে রূপান্তর করে?
ক. অ্যাডার খ. এনকোডার
গ. ডিকোডার ঘ. কাউন্টার
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩০. গ ৩১. ঘ ৩২. গ ৩৩. খ ৩৪. গ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা