তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের প্রযুক্তি—অধ্যায় ১। এসএসসি পরীক্ষা–২০২৫

এইচএসসি ও সমমান পরীক্ষার আসন দেখছেন শিক্ষার্থীরাপ্রথম আলো ফাইল ছবি

১.

একুশ শতকের পৃথিবীতে কোনো ধরনের অর্থনীতি দাঁড়াতে শুরু করেছে?

ক. অর্থ-সম্পদভিত্তিক খ. বাজেটভিত্তিক

গ. জ্ঞানভিত্তিক ঘ. তথ্যভিত্তিক

২.

কোনটিকে বর্তমানে ‘পৃথিবীর সম্পদ’ বলা হয়?

ক. রোবট খ. জ্ঞান

গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ

৩.

বর্তমানে কোনটির কারণে ‘মানুষ সম্পদ’ হয়ে উঠছে?

ক. আন্তর্জাতিকতার কারণে খ. সৃজনশীলতার কারণে

গ. জ্ঞানের কারণে ঘ. সুনাগরিকত্বের কারণে

৪.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা কোনটি?

ক. কম্পিউটার জানা খ. পারদর্শিতা

গ. ইন্টারনেট সংযোজন ঘ. তথ্যের ক্রমবিকাশ

৫.

‘ইনফরমেশন হাইওয়ের’ প্রাথমিক রূপ কোনটি?

ক. ইন্টারনেট খ. নেটওয়ার্ক গ. আইসিটি ঘ. সফটওয়্যার

৬.

‘তড়িৎ চৌম্বক বলের’ ধারনা প্রকাশ করেন কোনো বিজ্ঞানী?

কই গার্লস ব্যান্ডেজ খই অ্যাডে লাভলেস

গত জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘর জগদীশ চন্দ্র বসু

৭.

‘শিল্পবিপ্লব’ কবে সংঘটিত হয়েছিল?

ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে

খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে

গ. ঊনবিংশের শেষে

ঘ. বিংশ শতাব্দীতে

৮.

ভবিষ্যতে ‘পৃথিবীর চালিকাশক্তি’ হিসেবে কাজ করবে কারা?

ক. যারা ঘরে বসে থাকবে

খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে

ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে

৯.

‘ফেসবুক’ এর নির্মাতা কে?

ক. স্টিভ জবস খ. বিল গেটস

গ. মার্ক জাকারবার্গ ঘ. টিম বার্নার্স-লি

১০.

‘আধুনিক কম্পিউটারের জনক’ বলা হয় কাকে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডে লাভলেস

গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ঘ. স্টিভ জবস

আরও পড়ুন

১১.

ডিফারেন্স ইঞ্জিন গণনাযন্ত্রটির আবিষ্কারক বলা হয় কাকে?

ক. চার্লস ব্যাবেজ খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

গ. মার্ক জাকারবার্গ ঘ. অ্যাডা লাভলেস

১২.

‘অ্যানিলিটিক্যাল ইঞ্জিন’ গণনাযন্ত্রটি কে আবিষ্কার করেন?

ক. স্টিভ জজনিয়াক খ. চার্লস ব্যাবেজ

গ. বিল গেট ঘ. মার্ক জাকারবার্গ

১৩.

‘ডিফারেন্ট ইঞ্জিন’ ও ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’—এ যন্ত্র দুটি কোনো পদ্ধতিতে কাজ করে?

ক. চৌম্বকীয় বলের মতো খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে

গ. কম্পিউটারের মতো কাজ করে

ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে

১৪.

কত সালে Difference ইঞ্জিন ও Analytical ইঞ্জিন তৈরি করা হয়?

ক.১৭৯১ সালে খ.১৮১৫ সালে

গ.১৮৭১ সালে ঘ.১৯৯১ সালে

আরও পড়ুন

১৫.

ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?

ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মানোন্নয়ন

খ. সুবিচার নিশ্চিত করা

গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা

১৬.

‘প্রোগ্রামিং ধারণার প্রবর্তক’ বলা হয় কাকে?

ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস

গ. স্যামুয়েল টমলিনসন ঘ. জন বার্নার্স লি

১৭.

বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?

ক. টেলিভিশন খ. তথ্যপ্রযুক্তি

গ. বিনোদন পত্রিকা ঘ. স্মার্টফোন

১৮.

ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?

ক.৩টি খ.৪টি গ.৫ ঘ.৭ টি

১৯.

‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?

ক. সিভিল সার্ভিস খ. মানবসম্পদ উন্নয়ন

গ. জনগণের সম্পৃক্ততা

ঘ. গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা

২০.

‘অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের’ ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন কে?

ক. চার্লস ব্যাবেজ খ. বিল গেটস

গ. অ্যাডে লাভলেস ঘ. লর্ড বায়রন

সঠিক উত্তর:

১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. খ ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. খ ১৯. খ ২০. গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা