পরিচ্ছদ ৩৫
৫১. ‘তিলে তৈল হয়’—এখানে ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী খ. অপাদানে ৭মী
গ. করণে ৩য়া ঘ. অধিকরণে ৫মী
৫২. ‘নদীতে পানি আছে।’ এখানে ‘নদীতে’ কোন কারক?
ক. ঐকদেশিক অধিকরণ
খ. বৈষয়িক অধিকরণ
গ. অভিব্যাপক অধিকরণ
ঘ. কালাধিকরণ
৫৩. ‘আকাশে চাঁদ উঠেছে।’ এ বাক্যে ‘আকাশ’ কোন অধিকরণ?
ক. ঐকদেশিক খ. অভিব্যাপক
গ. বৈষয়িক ঘ. স্থানাধিকরণ
৫৪. কাব্য ভাষায় কর্ম কারকে কোন বিভক্তি হয়?
ক. কে–বিভক্তি খ. রে–বিভক্তি
গ. এ–বিভক্তি ঘ. অ–বিভক্তি
৫৫. সাধারণত কোন কারকে বিভক্তি হয় না?
ক. মুখ্য কর্ম কারকে
খ. গৌণ কর্ম কারকে
গ. করণ কারকে
ঘ. অপাদান কারকে
৫৬. গৌণ কর্ম কারকে কোন বিভক্তি হয়?
ক. –কে বিভক্তি খ. –রে বিভক্তি
গ. –য়ে বিভক্তি ঘ. –এ বিভক্তি
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৫: ৫১.খ ৫২.গ ৫৩.ক ৫৪.খ ৫৫.ক ৫৬.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা