[পূর্ববর্তী লেখার পর]
শিখন অভিজ্ঞতা–১
জরিপের প্রশ্নের ধরন বিভিন্ন রকম হতে পারে। ১. বর্ণনামূলক ২. বহুনির্বাচনি
বর্ণনামূলক প্রশ্ন:
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করতে কী করা উচিত বলে আপনি মনে করেন?
উত্তর: কুইজের মাধ্যমে বই পড়ায় আগ্রহী করে তোলা যেতে পারে।
অনলাইন জরিপটি তৈরি করার জন্য যেসব ফ্রি টুল ব্যবহার করা যেতে পারে, তার কয়েকটি নিচে দেওয়া হলো।
১. গুগল ফর্ম (Google Form) ২. সার্ভে মাঙ্কি (Survey Monkey) ৩. মাইক্রোসফট ফর্ম (Microsoft Form) এগুলো দিয়ে বর্তমান সময়ে সহজে অনলাইন তথ্য জরিপ ফর্ম তৈরি করা যায়।
নৈর্ব্যক্তিক/বহুনির্বাচনি প্রশ্ন:
আপনি কি পাঠ্যপুস্তক ব্যতিত নিয়মিত অন্য কোনো বই (গল্পের বা অন্যান্য) বই পড়েন?
উত্তর: ক. হ্যাঁ খ. না গ. মাঝেমধ্যে
ফর্ম সম্পূর্ণ তৈরি করা হয়ে গেলে যাদের কাছে তথ্য জানতে চাই, তাদের এটি পাঠাব। এটি পাঠাতে তাদের ই–মেইল ঠিকানার প্রয়োজন হবে।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]