সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - লেখা নিয়ে মতামত

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

‘আমড়া ও ক্র্যাব নেবুলা’ রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে, তা নোট করে রাখো এবং বিভিন্ন উৎস থেকে তার সমাধান বের করার চেষ্টা করো। প্রয়োজনে বিষয় শিক্ষকের সহায়তা নাও।

কল্পকাহিনি: কল্পকাহিনি সাহিত্যের একটি সমৃদ্ধ শাখা। কল্পনার জগৎ থেকে সৃষ্ট আখ্যান, গল্প বা কাহিনিকে কল্পকাহিনি বলে। এমন গল্প কখনো বাস্তবের ঘটনার সাথে মেলে না।

আরও পড়ুন

বৈজ্ঞানিক কল্পকাহিনি: বিজ্ঞানের বিষয় নিয়ে লেখা কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্পকাহিনি বলে। এসব কাহিনিতে থাকে মহাকাশের কাল্পনিক প্রাণী, তাদের যাতায়াতের জন্য ফ্লাইং সসার, মানুষের মতো আচরণকারী রোবট ইত্যাদি। তা ছাড়া এমন কিছু বিষয় থাকে, যা বিজ্ঞান হয়তো এখনো আবিষ্কার করতে পারেনি।

রূপকথা: রূপকথা এক ধরনের কল্পনানির্ভর লেখা। রূপকথার ঘটনা ও চরিত্র সুদূর অতীতের- আধুনিক প্রযুক্তি আসার আগেকার। এটা শিশু কিশোরদের মধ্যে বেশ জনপ্রিয়।

এবার তুমি একটি কল্পনানির্ভর গল্প লেখো। লেখাটি তুমি বানিয়ে লিখতে পারো, কিংবা সেটি তোমার আগে থেকে পড়া বা কারও কাছ থেকে শোনা গল্পও হতে পারে। লেখার শুরুতে একটি শিরোনাম দাও।

উত্তর: প্রিয় শিক্ষার্থী, এই লেখাটি তোমরা নিজে চেষ্টা করো।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন