এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১১. বর্তমানে বাংলাদেশে কত হেক্টর জমি ধানখেতে মাছ বা চিংড়ি চাষের জন্য উপযোগী?

ক. ২ লাখ হেক্টর

খ. ৩ লাখ হেক্টর

গ. সাড়ে ৩ লাখ হেক্টর

ঘ. ৪ লাখ হেক্টর

১২. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রায় কত শতাংশ আসে মৎস্য খাত থেকে?

ক. ১.২৫ শতাংশ খ. ২.২০ শতাংশ

গ. ২.৪৬ শতাংশ ঘ. ৩.৪১ শতাংশ

১৩. প্রতি শতাংশ পুকুরের জন্য উন্নত জাতের কয়টি হাঁস পালন করা যায়?

ক. ৪ খ. ২

গ. ৬ ঘ. ৮

১৪. সমন্বিত পদ্ধতিতে শতকপ্রতি কতটি সরপুঁটি মাছ ছাড়া যাবে?

ক. ৫-১০টি খ. ৪-৬টি

গ. ৪-৮টি ঘ. ১০-১৫টি

১৫. রাতকানা রোগ দূর করে কোনটি?

ক. ভিটামিন এ খ. ভিটামিন সি

গ. ভিটামিন ডি ঘ. ক্যালসিয়াম

১৬. ‘গিরবি’ কী?

ক. ধানের স্থানীয় জাত

খ. পাটের জাত

গ. গমের জাত

ঘ. শর্ষের জাত

১৭. ‘হাসিকলম’ কী?

ক. পাটের জাত

খ. ধানের স্থানীয় উন্নত জাত

গ. আমের জাত

ঘ. লিচুর জাত

১৮. ধানের মৌসুম কয়টি?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

১৯. আউশ মৌসুমে চাষ হয় এমন ধানের জাত কয়টি?

ক. ৮টি খ. ১৬টি

গ. ২৭টি ঘ. ৩০টি

২০. আমন মৌসুমে চাষ হয় এমন ধানের জাত কয়টি?

ক. ১২টি খ. ১৫টি

গ. ২৭টি ঘ. ২৮টি

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ক ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.খ ১৮.ক ১৯.ক ২০.গ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

আরও পড়ুন