এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. উৎস ও প্রেরকের একত্রিত অংশকে কী বলা হয়?

ক. গন্তব্য সিস্টেম খ. উৎস সিস্টেম

গ. প্রেরক সিস্টেম ঘ. উৎস গ্রহণ

২. ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কোন ধরনের কাজ?

ক. গ্রাহকের কাজ

খ. রিসিভারের কাজ

গ. ডিভাইসের কাজ

ঘ. সিগন্যালের কাজ

৩. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে—

i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি

ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট

iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. নিচের কোনটি দ্বারা bps বোঝায়?

ক. bit per source

খ. bit per system

গ. byte per source

ঘ. bit per second

৫. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

ক. bps খ. baud

গ. Bps ঘ. Kbps

আরও পড়ুন

৬. ব্যান্ডউইথ দ্বারা কী বোঝায়?

ক. ট্রান্সমিশন পদ্ধতি

খ. ইন্টারনেট সার্ভিস

গ. ডেটা স্থানান্তরের হার

ঘ. ট্রান্সমিশন মোড

৭. ই-মেইল সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ডউইথ কত?

ক. 10 Kbps খ. 0.5 Mbps

গ. 1 Mbps ঘ. 4 Mbps

৮. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো—

i. সিমপ্লেক্স

ii. হাফ ডুপ্লেক্স

iii. ফুল ডুপ্লেক্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. নিচের কোনটি তথ্যের ক্ষুদ্রতম একক?

ক. Binary খ. bit

গ. Byte ঘ. bps

১০. ১ বাইট = কত বিট?

ক. ২ খ. ৪

গ. ৮ ঘ. ১০২৪

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.ক ৬.গ ৭.খ ৮.ঘ ৯.গ ১০.গ

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন