গল্প: সুভা
২১. সুভা নির্জন দ্বিপ্রহরের মতো—
i. শব্দহীন ii. সঙ্গীহীন
iii. দৃষ্টিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক. বাবার খ. মায়ের
গ. প্রতাপের ঘ. প্রকৃতির
২৩. ‘শুক্লাদ্বাদশী’ বলতে কী বোঝায়?
ক. শুক্লপক্ষের চাঁদের দ্বিতীয় দিন খ. শুক্লপক্ষের চাঁদের দশম দিন
গ. শুক্লপক্ষের চাঁদের দ্বাদশ দিন ঘ. শুক্লপক্ষের চাঁদের পঞ্চদশ দিন
২৪. ‘সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না।’—এর কারণ কী?
ক. শারীরিক প্রতিবন্ধকতা খ. নবযৌবনে পদার্পণ
গ. সুশিক্ষার অভাব ঘ. আত্মসম্মানের অভাব
২৫. সুভা নিজেকে বিধাতার কী মনে করত?
ক. দান খ. অভিশাপ
গ. উপহার ঘ. সৃষ্টি
২৬. সুভার পিতার নাম কী?
ক. বাণীকণ্ঠ খ. অবনীন্দ্র
গ. নীলকণ্ঠ ঘ. সুশীল চন্দ্র
২৭. রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা—এতেই বন্দী এক গৃহিণীর জীবন। সে ‘সুভা’ গল্পের কার সঙ্গে তুলনীয়?
ক. প্রতাপের সঙ্গে খ. সুভার সঙ্গে
গ. ছোট নদীটির সঙ্গে ঘ. বিড়ালশাবকের সঙ্গে
২৮. সর্বশী ও পাঙ্গুলি কিসের নাম?
ক. ষাঁড়ের খ. নদীর
গ. গাভির ঘ. ধানের
২৯. প্রতাপের প্রধান শখ ছিল কোনটি?
ক. ঘুরে বেড়ানো খ. খেলাধুলা করা
গ. ঘুড়ি ওড়ানো ঘ. ছিপ দিয়ে মাছ ধরা
৩০. সুভা কর্তৃক প্রতাপের জন্য কী বরাদ্দ ছিল?
ক. একটি লজেন্স খ. একটি পান
গ. একটি মোয়া ঘ. একটি পেয়ারা
সঠিক উত্তর
সুভা: ২১. ক ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. ঘ ৩০. খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা