শিখন অভিজ্ঞতা ১
তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে
আমরা আজ আমাদের আর্টিকেল বা লেখার বিষয়বস্তু ঠিক করব। বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক। নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে, এই বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত সংবাদ উপাদান কী হতে পারে, তা নিজের মতো করে লিখি।
বিষয়: আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতি
১. যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই: শিক্ষার্থী অনুপস্থিতির কারণ
২. যে যে তথ্য থাকতে পারে: অতিরিক্ত বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা, যানবাহনের স্বল্পতা, বিদ্যালয় ছুটির গুজব
৩. যে উপাত্ত (ডেটা) থাকতে পারে: শিক্ষার্থীদের নিজস্ব যানবাহন না থাকা, তাদের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব, দীর্ঘদিন ছুটি থাকার পর প্রথম ক্লাস
৪. যাদের সাক্ষাত্কার থাকতে পারে: বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শ্রেণিশিক্ষক, শ্রেণি ক্যাপ্টেন, যানবাহনের কোনো ব্যক্তি
৫. যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে: বৃষ্টি, রাস্তার জলাবদ্ধতা
আমাদের অনুসন্ধানী বা গবেষণামূলক সংবাদ নিবন্ধ/ আর্টিকেল / ব্লগ লেখার পরিকল্পনা:
এই অভিজ্ঞতা শেষে আমরা আমাদের বিদ্যালয়ের জন্য একটি অনলাইন পোর্টাল তৈরি করব। সেই পোর্টালে থাকবে আমাদের তৈরি নিবন্ধ বা আর্টিকেল/ ব্লগ। আমরা আশপাশ থেকে আমাদের ব্লগের বিষয়বস্তু ঠিক করব। মনে রাখতে হবে, এমন বিষয়বস্তু নির্বাচন করব, যার জন্য আমাদের উপাত্তের প্রয়োজন হবে। কারণ, আমরা আগামী কিছু সেশনে উপাত্ত এবং তার উপস্থাপন নিয়ে কাজ করব।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা