অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ২
৮১. ফেসবুক ও টুইটার কী?
ক. জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক
খ. ই-মেইলের সফটওয়্যার
গ. সার্চ ইঞ্জন
ঘ. ব্রাউজিং সফটওয়্যার
৮২. নেটওয়ার্ক ব্যবহারে তথ্যপ্রযুক্তিসংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন ধারণাটি কী?
ক. ক্লাউড কম্পিউটিং খ. তথ্যপ্রযুক্তি
গ. নেটওয়ার্ক ঘ. সার্ভার
৮৩. ক্লাউড কম্পিউটিংয়ের প্রচলন ধীরে ধীরে কেমন হচ্ছে?
ক. কমে যাচ্ছে
খ. বেড়ে যাচ্ছে
গ. একই রকম রয়েছে
ঘ. বাড়ছে-কমছে
৮৪. ক্লাউড কম্পিউটিংয়ের উদাহরণ হলো—
i. hotmail
ii. yahoo
iii. google
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. ক্লাউড কম্পিউটিং হলো—
i. একটি বিশেষ পরিষেবা
ii. একটি ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং–ব্যবস্থা
iii. একটি ইন্টারনেটের নাম
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৬. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কী?
ক. প্রটোকল তৈরি
খ. টপোলজি তৈরি
গ. সার্ভার রক্ষা করা
ঘ. তথ্য বিনিময়
৮৭. সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে করা যায়—
i. তথ্য বিনিময়
ii. ছবি বিনিময়
iii. ভিডিও বিনিময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৮. বিমানের টিকিট বর্তমানে কীভাবে সংরক্ষণ করা যায়?
ক. ই-টিকিটের মাধ্যমে
খ. ইন্টারনেটের মাধ্যমে
গ. সফটওয়্যারের মাধ্যমে
ঘ. বিমানবন্দরে গিয়ে
৮৯. ছোট নেটওয়ার্ক গঠনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক. রিং খ. রাউটার
গ. গেটওয়ে ঘ. হাব
৯০. অল্প খরচের জন্য নেটওয়ার্কের কোন যন্ত্রটি বেশি উপযোগী?
ক. রাউটার খ. হাব
গ. গেটওয়ে ঘ. রিং
সঠিক উত্তর
অধ্যায় ২: ৮১.ক ৮২.ক ৮৩.খ ৮৪.ঘ ৮৫.খ ৮৬.গ ৮৭.ঘ ৮৮.ক ৮৯.ঘ ৯০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা