দরিদ্র ও মেধাবীদের শিক্ষা সহায়তা দিচ্ছে জালালাবাদ শিক্ষা ট্রাস্ট
জালালাবাদ শিক্ষা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করবে।
ঢাকায় অবস্থিত সব সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ/বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মাদ্রাসাসহ স্নাতক ও স্নাতকোত্তর সমমানের এবং সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা সহায়তার জন্য আবেদন করতে পারবে।
শিক্ষার্থীদের সিলেট বিভাগের স্থায়ী অধিবাসী হতে হবে।
আবেদনপত্র সংগ্রহ: আবেদনকারী জালালাবাদ অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট jalalabad.org.bd/notice থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে। তাছাড়া আবেদনকারীর সুবিধার্তে নিচে আবেদনপত্রের পিডিএফ এবং ছবি সংযুক্ত করে দেওয়া হলো। এখানে থেকেও ডাউনলোড করে নেওয়া যাবে।
আবেদনপত্র জমার শেষ তারিখ: ৩১ আগস্ট
আবেদনপত্র জমার ঠিকানা: সদস্যসচিব, জালাবাদ শিক্ষা ট্রাস্ট/সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন, জালালাবাদ ভবন, ২২ কারওয়ান বাজার, ঢাকা।
জালালাবাদ শিক্ষা ট্রাস্টের শিক্ষা সহায়তার আবেদন ফরম
জালালাবাদ শিক্ষা ট্রাস্টের শিক্ষা সহায়তার বিজ্ঞপ্তি