পদার্থবিজ্ঞান - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩৪. কোনো বস্তুর গতিশক্তি কোনটির ওপর নির্ভর করে?

ক. বেগ ও বলের ওপর

খ. ভর ও বলের ওপর

গ. ভরবেগ ও বলের ওপর

ঘ. ভর ও বেগের ওপর

৩৫. কোন শর্তে কোনো বস্তুর গতিশক্তি 16 গুণ হবে?

ক. ভর আট গুণ, বেগ অর্ধেক

খ. ভর অপরিবর্তিত, বেগ চার গুণ

গ. ভর চার গুণ, বেগ অপরিবর্তিত

ঘ. ভর দ্বিগুণ, বেগ দ্বিগুণ

৩৬. গতির জন্য বস্তুর যে শক্তি হয় তাকে কী বলে?

ক. গতিশক্তি খ. বিভবশক্তি

গ. স্থিতিজড়তা ঘ. গতিজড়তা

৩৭. নিচের কোনটি বল ও বেগের গুণফল?

ক. শক্তি খ. কাজ

গ. ক্ষমতা ঘ. ভরবেগ

৩৮. বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে?

ক. আট গুণ খ. চার গুণ

গ. দ্বিগুণ ঘ. অর্ধেক

আরও পড়ুন

৩৯. কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য তার মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে, তাকে কী বলে?

ক. গতিশক্তি খ. বিভবশক্তি

গ. তাপশক্তি ঘ. বিদ্যুৎশক্তি

৪০. ইউরেনিয়ামের অর্ধায়ু কত বছর?

ক. ৭০১ মিলিয়ন খ. ৭০২ মিলিয়ন

গ. ৭০৩ মিলিয়ন ঘ. ৭০৪ মিলিয়ন

৪১. ক্ষমতার একক কী?

ক. ওয়াট খ. জুল

গ. নিউটন মিটার ঘ. জুল মিটার

৪২. ইউরেনিয়ামের সঙ্গে নির্দিষ্ট শক্তির নিউট্রনের বিক্রিয়াকে কী বলে?

ক. ফিশন খ. ফিউশন

গ. মেসন ঘ. শোষণ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩৪.ঘ ৩৫.খ ৩৬.ক ৩৭.গ ৩৮.খ ৩৯.খ ৪০.ঘ ৪১.ক ৪২.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন