এসএসসি পরীক্ষার খাতায় সঠিক উপস্থাপনা জরুরি

প্রিয় পরীক্ষার্থী, মনে রেখো, পরীক্ষার খাতায় সঠিক উপস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন পরীক্ষার্থীর খাতাই তার আসল পরিচয় বহন করে। সে কী লিখেছে, কতটা সঠিক ও প্রাসঙ্গিক লিখেছে, কীভাবে উত্তর লিখেছে, কয়টা প্রশ্নের উত্তর লিখেছে, কয়টা লিখতে পারেনি, এর ওপরই নির্ভর করবে সে কত নম্বর পাবে, বা জিপিএ কী হবে?

খাতায় উপস্থাপনাটা ঠিক রাখতে নিচের বিষয়গুলো অবশ্যই মনে রাখবে:

  • রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, প্রশ্নের নম্বর ঠিকভাবে লেখা।

  • প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও যথাযথভাবে লেখা।

  • নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি প্রশ্নের উত্তর লেখা শেষ করা।

  • খাতায় অযথা কাটাকাটি না করা।

  • সময়ের সঙ্গে মিলিয়ে প্রতিটি প্রশ্নের উত্তর লিখে শেষ করা।

  • প্রতিটি প্রশ্নের উত্তর লিখে শেষ হলে প্রয়োজনীয় জায়গা খালি রাখা।

  • প্রশ্নের উত্তরের নম্বর ঠিক আছে কি না তা দেখা।

  • ছোটখাটো ভুল হলে তা ঠিক করে নেওয়া।

  • সব প্রশ্নের উত্তর করেছ কি না তা মিলিয়ে দেখা।

  • পরীক্ষায় লেখা শেষে ভালো করে পুরো খাতা রিভিশন দেওয়া।

আ ন ম শামসুল আলম, অধ্যক্ষ, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা