সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১১. যৌগিক পদার্থ হলো—

i. মরিচা, কয়লা

ii. মরিচা, চিনি

iii. খাওয়ার লবণ, চুন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. লৌহ গঠিত হয়—

i. লৌহ পরমাণু দিয়ে

ii. লোহার একই ধরনের পরমাণু দিয়ে

iii. বিভিন্ন মৌল দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. চিনি হলো—

i. কার্বন

ii. হাইড্রোজেন

iii. নাইট্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. খাদ্য লবণ হলো—

i. সোডিয়াম

ii. ক্লোরিন

iii. হাইড্রোজেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. যৌগিক পদার্থ হচ্ছে—

i. একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত

ii. একাধিক একই ধর্মী উপাদান দিয়ে তৈরি

iii. ভাঙলে একাধিক অণু পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. বায়ু একটি মিশ্র পদার্থ যেখানে—

i. মৌলিক পদার্থ রয়েছে

ii. যৌগিক পদার্থ রয়েছে

iii. জলীয় বাষ্প রয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপক পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বাবু একটি গ্লাসে পানি নিয়ে গ্লাসের পানিতে চিনি দিল। তারপর একটি চামচ দিয়ে নাড়া দিল।

১৭. বাবু কী পদার্থ তৈরি করল?

ক. মৌলিক পদার্থ খ. যৌগিক পদার্থ

গ. তরল পদার্থ ঘ. মিশ্র পদার্থ

১৮. বাবুর মিশ্রণের পদার্থ দুটি—

i. উভয়ই যৌগিক পদার্থ

ii. একটি যৌগিক ও একটি মৌলিক পদার্থ

iii. একটিকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন পাওয়া যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. কে প্রথম বস্তুর ক্ষুদ্রকণার তত্ত্ব দেন?

ক. জন ডাল্টন খ. ডেমোক্রিটাস

গ. প্লেটো ঘ. অ্যারিস্টটল

২০. কোন মৌলের কোনো নিউট্রন নেই?

ক. হিলিয়াম খ. হাইড্রোজেন

গ. ক্লোরিন ঘ. অক্সিজেন

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.খ ১৯.খ ২০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)