অধ্যায় ২
৩১. লিউকোপ্লাস্ট কোথায় থাকে?
ক. ফলে খ. বীজে
গ. মূলে ঘ. ফুলে
৩২. জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস কোনটি?
ক. রাইবোজোম খ. গলজি বডি
গ. লাইসোজোম ঘ. মাইটোকন্ড্রিয়া
৩৩. ক্রিস্টি ও ম্যাট্রিক্স থাকে কোনটিতে?
ক. নিউক্লিয়াসে খ. মাইট্রোকন্ড্রিয়ায়
গ. প্লাস্টিডে ঘ. গলজি বডিতে
৩৪. কোন কোষে সক্রিয় সেন্ট্রিওল থাকে?
ক. উদ্ভিদ খ. প্রাণী
গ. ব্যাকটেরিয়া ঘ. ভাইরাস
৩৫. বংশগতির ধারক ও বাহক কোনটি?
ক. নিউক্লিওলাস খ. ক্রোমোজোম
গ. সাইটোপ্লাজম ঘ. রাইবোজোম
৩৬. প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে ঘেরা সর্বাপেক্ষা ঘন বস্তুকে কী বলে?
ক. সাইটোপ্লাজম খ. নিউক্লিয়াস
গ. সেন্ট্রিওল ঘ. রাইবোজোম
৩৭. ক্রোমোপ্লাস্ট কাজ করে—
i. ফুল ও ফলের বর্ণবৈচিত্র্য সৃষ্টিতে
ii. কীটপতঙ্গকে আকৃষ্ট করতে
iii. খাদ্য তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. গলজি বস্তুর কাজ হলো—
i. উৎসেচক নিঃসরণ
ii. হরমোন ক্ষরণ
iii. কোষরস ধারণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. নিউক্লিওপ্লাজমের কাজ হলো—
i. ক্রোমোজোমের ধারকরূপে অবস্থান করা
ii. নিউক্লিয়াসের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করা
iii. ক্লোরোফিল ধারণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. চিত্রের অঙ্গাণুটি কয় স্তর পর্দা দ্বারা আবৃত?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩১.গ ৩২.ঘ ৩৩.খ ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.খ
এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা