ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতি

প্রশ্ন: দেশীয় রীতিতে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো:

ক. বিশ হাজার সত্তর, খ. চার লাখ পাঁচ হাজার, গ. পাঁচ কোটি তিন লাখ দুই হাজার সাত,

ঘ. নয় শ পঞ্চাশ কোটি সাত লাখ নব্বই।

উত্তর:

আন্তর্জাতিক রীতিতে গণনাপদ্ধতি:

আন্তর্জাতিক রীতিতে একক থেকে বিলিয়ন পর্যন্ত স্থানগুলো নিচের নিয়মে পরপর এভাবে সাজানো হয়।

ছকে উল্লেখিত সংখ্যাটি অঙ্কে: ২৪৪২১৩০৮২৫২৪

কথায়: দুইশত চুয়াল্লিশ বিলিয়ন দুইশত তেরো মিলিয়ন বিরাশি হাজার পাঁচশত চব্বিশ।

দেশীয় ও আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক:

ছকে উল্লিখিত সংখ্যাটি অঙ্কে: ৩৪৭৮১৯৯৩৫৬১৮

কথায়: তিনশ সাতচল্লিশ বিলিয়ন আট শ উনিশ মিলিয়ন নয় শ পঁয়ত্রিশ হাজার ছয় শ আঠারো।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন