এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

১. দানা জাতীয় ফসলের মধ্যে বাংলাদেশে কোনটির উৎপাদন সবচেয়ে বেশি?

ক. ধান খ. গম

গ. ভুট্টা ঘ. শর্ষে

২. ‘দুধসর’ কিসের জাত?

ক. শর্ষে খ. কলা

গ. ধান ঘ. পাট

৩. BRRI (ব্রি) কতটি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে?

ক. ৬০টি খ. ৬৮টি

গ. ৭২টি ঘ. ৭৮টি

৪. ধানখেতে মাছ ও গলদা চিংড়ি চাষ করলে ধানের ফলন গড়ে কত শতাংশ বৃদ্ধি পায়?

ক. ১০ শতাংশ খ. ১৩ শতাংশ

গ. ১৫ শতাংশ ঘ. ১৮ শতাংশ

৫. টেপি কোন ফসলের জাত?

ক. ধান গ. গম

গ. পাট ঘ. আখ

৬. আমন মৌসুমে কোন জাতটি আবাদ করা হয়?

ক. বিআর-১১ খ. বিআর-২০

গ. বিআর-২১ ঘ. বিআর-২৮

৭. ধানের বীজ বাছাইকরণে কোনটি ব্যবহার করা হয়?

ক. ইউরিয়া সার খ. মোলাসেস

গ. গরম পানি ঘ. সোডা

৮. কোন পোকার আক্রমণে ধানগাছের পাতা সাদা হয়ে যায়?

ক. মাজরা খ. পামরি

গ. গান্ধি ঘ. গলমাছি

৯. ধানের টুংরো রোগের জন্য দায়ী কে?

ক. ছত্রাক খ. ভাইরাস

গ. ব্যাকটেরিয়া ঘ. গলমাছি

১০. উফশী জাতের ধানের হেক্টরপ্রতি ফলন কত টন?

ক. ২-৩ খ. ৩-৪

গ. ৫-৬ ঘ. ৬-৭

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.গ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.ক ৭.ক ৮.খ ৯.খ ১০.গ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়