অধ্যায় ২
৫১. কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?
ক. জৈবিক ও প্রাথমিক
খ. রাসায়নিক
গ. প্রাথমিক
ঘ. সামাজিক
৫২. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?
ক. কৃষি খ. বনায়ন
খ. গার্মেন্টস ঘ. চামড়া
৫৩. কী থেকে বায়োগ্যাস উৎপাদন হয়?
ক. মাটি খ. গোবর
গ. সার ঘ. আবর্জনা
৫৪. কৃষিতে পারমাণবিক শক্তি ব্যবহারের ফলে-
i. উৎপাদন বৃদ্ধি পাচ্ছে
ii. সার ও পানির সুষ্ঠু ব্যবহার হচ্ছে
iii. বীজ সংরক্ষণ করা যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. খাওয়ার উপযুক্ত ছত্রাককে কী বলে?
ক. মাশরুম খ. ব্যাঙের ছাতা
গ. সবজি ঘ. লতা
৫৬. বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম মাশরুম চাষ হয় কোথায়?
ক. কুমিল্লায় খ. সাভারে
গ. গাজীপুরে ঘ. সাতক্ষীরায়
৫৭. মাশরুম চাষের ঘরের তাপমাত্রা কত রাখতে হয়?
ক. ২০° - ২৫° সেলসিয়াসের মধ্যে
খ. ২০° - ৩০° সেলসিয়াসের মধ্যে
গ. ২০° - ৩৫° সেলসিয়াসের মধ্যে
ঘ. ২০° - ৪০° সেলসিয়াসের মধ্যে
৫৮. মাশরুম কোন রোগের জন্য উপকারী?
ক. হৃদ্রোগ খ. জন্ডিস
গ. আলসার ঘ. ডায়রিয়া
৫৯. দেশের কোথায় মাশরুম বীজ উৎপাদন কেন্দ্র রয়েছে?
ক. সাভারে খ. গাজীপুরে
গ. সাতক্ষীরায় ঘ. রংপুরে
৬০. মাশরুম কী?
ক. ব্যাঙের ছাতা খ. বিষাক্ত ছত্রাক
গ. ছত্রাক ঘ. খাবারযোগ্য ছত্রাক
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.ঘ ৫৫.ক ৫৬.গ ৫৭.খ ৫৮.ক ৫৯.ক ৬০.ঘ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা