Read The Story (পর্ব-১৭) : Four Friends | ইংরেজি - সপ্তম শ্রেণি

সপ্তম শ্রেণির পড়াশোনা

[প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। এ লেসনটি মনোযোগ দিয়ে পড়বে]

Four Friends

They all watched. Several people held the sky lantern while another person lit a fire underneath it. The sky lantern filled up with hot air from the fire and became big and round and started to glow. As soon as they let go, the glowing sky lantern slowly rose up into the sky, swaying from side to side. Everyone clapped their hands in delight. In the middle of the park, people started releasing sky lanterns one after another. They all rose up into the air, all different colours and sizes. They were so beautiful!

আরও পড়ুন

তারা সবাই দেখল। বেশ কয়েকজন আকাশ লন্ঠন ধরে রাখলেন যখন অন্য একজন ব্যক্তি তার নিচে আগুন জ্বালাল। আকাশ লন্ঠন আগুনের গরম বাতাসে ভরে উঠল। বড় এবং গোলাকার হয়ে জ্বলতে শুরু করে। তাদেরকে উড়ে যেতে দিতেই, উজ্জ্বল আকাশ লন্ঠনটি এপাশ থেকে ওপাশে দোল খেয়ে ধীরে ধীরে ওপরে উঠে গেল। সবাই খুশিতে হাততালি দিল। পার্কের মাঝখানে মানুষ একের পর এক আকাশ লন্ঠন ছাড়তে থাকে। বিভিন্ন রং এবং মাপের ফানুসগুলো বাতাসে উড়ে গেল। ফানুসগুলো খুবই সুন্দর ছিল!

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

আরও পড়ুন