স্বাধীনতার রক্ষাকবচ—পৌরনীতি ও সুশাসন ১ম পত্র | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

[এর আগের প্রকাশিত লেখা]

২২. কোন দেশের সাধারণ আইন প্রথানির্ভর?

ক. যুক্তরাষ্ট্র খ. যুক্তরাজ্য

গ. ফ্রান্স ঘ. সৌদি আরব

২৩. সাম্য বলতে কী বোঝায়?

ক. যোগ্যতা অনুসারে সমান সুযোগ প্রদান

খ. বিশেষ সুযোগ-সুবিধা প্রদান

গ. অবাধ স্বাধীনতা প্রদান

ঘ. যথেষ্ট সুযোগ-সুবিধা প্রদান

২৪. ‘আইন হচ্ছে আবেগহীন যুক্তি’—এ উক্তিটি কার?

ক. অ্যারিস্টটল খ. অধ্যাপক হল্যান্ড

গ. অধ্যাপক লাস্কি ঘ. অধ্যাপক ডাইসি

২৫. লর্ড ব্রাইসের মতে, কয়টি কারণে মানুষ আইন মেনে চলে?

ক. ৩টি খ. ৫টি

গ. ৭টি ঘ. ৯টি

২৬. কোনটি সরকারি আইন নয়?

ক. ফৌজদারি খ. সাংবিধানিক আইন

গ. আন্তর্জাতিক আইন ঘ. প্রশাসনিক আইন

২৭. অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নিচের কোন আইনটি প্রয়োগ করা হয়?

ক. বেসরকারি খ. ফৌজদারি

গ. দেওয়ানি ঘ. সাংবিধানিক

২৮. ‘Liberty’ শব্দের অর্থ কী?

ক. স্বাধীন খ. স্বাধীনতা

গ. সাম্য ঘ. সহযোগিতা

২৯. স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি?

ক. শক্তিশালী রাজনৈতিক দল খ. সামাজিক গোষ্ঠী

গ. সদা জাগ্রত জনমত ঘ. অর্থনৈতিক সাম্য

৩০. ‘Liberty’ শব্দটি কোন ভাষার?

ক. গ্রিক খ. রোমান

গ. ইংরেজি ঘ. ল্যাটিন

৩১. ‘অতি শাসনের বিপরীত অবস্থাই হলো স্বাধীনতা’— এ উক্তিটি কার?

ক. টি এইচ গ্রিন খ. অধ্যাপক ডাইসি

গ. অধ্যাপক লাস্কি ঘ. অধ্যাপক সিলি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২২. খ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. গ ৩০. ঘ ৩১. ঘ

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা