Be The Best of Whatever You Are : কবিতাটির মূলভাব | ইংরেজি - সপ্তম শ্রেণি
সপ্তম শ্রেণির পড়াশোনা
কবিতা
Central them of the poem:
‘Be The Best of Whatever You Are’ of Douglas Malloch is an inspirational poem. It shows how keenly he observed the nature. The title of the poem itself reveals the meaning of the poem and its concept. He is trying to tell us that whatever we do, we need to be the best. He has used examples from the nature to convey his message. The poet wants us to know that no job is less important and we need not be ashamed of what we are. We all dream of doing great deeds and being at the top. But what really matters is the contribution we make to the society to make it count. We must take pride in our job. We must accomplish it with our best effort. It’s good to be a pine tree on the top of the hill. You can still be noticeable by being the best bush beside the stream making the valley beautiful. The theme of the poem is inspirational and instructional, It a great instructive poem.
বাংলা অনুবাদ:
‘Be The Best of Whatever You Are’
Douglas Malloch-এর লেখা কবিতাটি একটি অনুপ্রেরণামূলক কবিতা। এতে বোঝা যায়, তিনি প্রকৃতিকে কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। কবিতার শিরোনাম নিজেই কবিতার অর্থ এবং এর ধারণা প্রকাশ করে। তিনি আমাদের বলার চেষ্টা করছেন যে আমরা যা–ই করি না কেন, আমাদের সেরা হতে হবে। তিনি তাঁর বার্তা জানাতে প্রকৃতির উদাহরণ ব্যবহার করেছেন। কবি আমাদের জানাতে চান যে কোনো কাজই কম গুরুত্বপূর্ণ নয় এবং আমরা কতটা বড়, তা ভেবে আমাদের লজ্জিত হওয়ার দরকার নেই।
আমরা সবাই মহান কাজ করার এবং শীর্ষে থাকার স্বপ্ন দেখি। প্রকৃতপক্ষে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাজে আমাদের অবদানগুলো হতে হবে যতটা সম্ভব কার্যকরভাবে ইতিবাচক। আমাদের কাজ নিয়ে আমাদের গর্বিত হতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা দ্বারা কাজগুলো পরিপূর্ণ করতে হবে। পাহাড়ের চূড়ায় একটি পাইনগাছ হওয়া ভালো। তবে তুমি স্রোতের পাশে একটি সেরা গুল্মঝোপ হয়েও উপত্যকাটির সৌন্দর্যবর্ধন করে লক্ষণীয় হতে পার। আলোচ্য কবিতাটির বিষয়বস্তু অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয়। এটি একটি অসাধারণ শিক্ষণীয় কবিতা।
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা