এসএসসি ২০২৪ - ভূগোল ও পরিবেশ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ৪
৮১. কোনটি পাললিক শিলা?
ক. রায়েলাইট খ. ল্যাকোলিথ
গ. কেওলিন ঘ. ডাইক
৮২. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
ক. মৃত খ. সক্রিয়
গ. শিল্ড ঘ. সুপ্ত
৮৩. কলোরাডো মালভূমি কোথায় অবস্থিত?
ক. এশিয়ায়
খ. আফ্রিকায়
গ. উত্তর আমেরিকায়
ঘ. দক্ষিণ আমেরিকায়
৮৪. কোন খনিজ দ্বারা গুরুমণ্ডল গঠিত?
ক. কার্বন ডাই–অক্সাইড
খ. সিলিকন ডাই–অক্সাইড
গ. লোহা
ঘ. নিকেল
৮৫. নিচের কোনটি আগ্নেয় পর্বত?
ক. হেনরি খ. সাতপুরা
গ. বিন্ধ্যা ঘ. পিনাটুবো
৮৬. হাবিব ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখতে পেল ১৯৩৫ সালে বিহারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এই ভূমিকম্পটি কী কারণে সংঘটিত হয়েছিল?
ক. ভূগর্ভস্থ বাষ্প খ. শিলাচ্যুতি
গ. তাপ বিকিরণ ঘ. হিমবাহ
৮৭. ব্ল্যাক ফরেস্ট কোন দেশের পর্বত?
ক. ইতালি খ. জার্মানি
গ. ফ্রান্স ঘ. ইংল্যান্ড
৮৮. পাললিক শিলাকে কী বলা হয়?
ক. বহিঃজ শিলা খ. অজৈব শিলা
গ. স্তরীভূত শিলা ঘ. অন্তরীভূত শিলা
৮৯. গ্রানাইট কোন ধরনের শিলা?
ক. রূপান্তরিত খ. আগ্নেয়
গ. স্তরীভূত ঘ. পাললিক
৯০. কোয়ার্টজাইট কোনটি থেকে উৎপন্ন হয়?
ক. কাদা খ. শেল
গ. বেলে পাথর ঘ. গ্রাফাইট
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৮১.গ ৮২.ঘ ৮৩.গ ৮৪.খ ৮৫.ঘ ৮৬.খ ৮৭.খ ৮৮.গ ৮৯.খ ৯০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা