এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | মমতাদি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
মমতাদি
১১. মমতাদির পরনের ময়লা শাড়িটি কেমন ছিল?
ক. জোড়া দেওয়া খ. রংচটা
গ. সেলাই করা ঘ. জীর্ণশীর্ণ
১২. মমতাদির শাড়ির পাড়ের রং কেমন ছিল?
ক. গাঢ় সবুজ খ. হালকা গোলাপি
গ. বিবর্ণ লাল ঘ. গাঢ় নীল
১৩. মমতাদির অবয়ব ও পরিচ্ছদের বর্ণনায় কী ফুটে উঠেছে?
ক. রাঁধুনির বেশ
খ. চাকরিপ্রার্থিনীর দুরবস্থা
গ. মধ্যবিত্তের মূর্তি
ঘ. দারিদ্র্যের ক্লেশ
১৪. মমতাদির চোখ দুটি কেমন?
ক. কিঞ্চিৎ চঞ্চল খ. সহজ–সরল
গ. স্থির অচঞ্চল ঘ. অটল অবিচল
১৫. মমতাদির কপালে কী ছিল?
ক. লাল টিপ খ. সিঁদুর
গ. তিলক ঘ. ক্ষতচিহ্ন
১৬. রান্না ছাড়াও মমতাদি কী করবে বলে জানায়?
ক. বাড়ির সব কাজ খ. ছোট ছোট কাজ
গ. ঘর ঝাড়ু দেওয়া ঘ. সব ঘর মোছা
১৭. ‘তুমি রাঁধুনি?’—প্রশ্নটি কার?
ক. মায়ের খ. ছেলেটির
গ. স্বামীর ঘ. ছোট কর্তার
১৮. মমতাদি কেমন স্বভাবের মানুষ?
ক. ভারি দুষ্ট খ. ভারি শান্ত
গ. ভারি চাপা ঘ. ভারি লাজুক
১৯. মমতাদি কত টাকা মাইনে আশা করেছিল?
ক. দশ টাকা খ. এগারো টাকা
গ. বারো টাকা ঘ. তেরো টাকা
২০. মমতাদি কোথায় থাকেন?
ক. জীবনময়ের গলি খ. পল্টন লেনে
গ. অজপাড়াগাঁয়ে ঘ. শহরের বস্তিতে
মমতাদি: ১১.গ ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.ক
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা