চীনের সেরা বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপে মাস্টার্সের সুযোগ, টিউশন, স্টাইপেন্ড, বিমান টিকিটসহ অন্যান্য সুবিধা
চীনের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম চিংহুয়া বিশ্ববিদ্যালয়। কিউএস বৈশ্বিক র্যাঙ্কিংয়ে যার অবস্থান ২৪তম এবং এশিয়া র্যাঙ্কিংয়ে অবস্থান ৩য়। এই বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য ফুল ফান্ডেড বৃত্তি দিচ্ছে ‘শোয়ার্জম্যান স্কলার্স’।
এক বছর মেয়াদি মাস্টার্সের বিষয় হবে ‘গ্লোবাল অ্যাফেয়ার্স’। যুক্তরাষ্ট্র, চীন ও অন্যান্য দেশ থেকে মোট ২০০ শিক্ষার্থীকে প্রতিবছর দেওয়া হয় এই বৃত্তি, যার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ৮০ জন, চীন থেকে ৪০ জন ও অন্যান্য দেশ থেকে ৮০ জন পাবেন এই বৃত্তি।
যোগ্যতা
যেকোনো বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট থাকতে হবে।
বয়স ১৮ বছরের ওপরে এবং ২৯ বছরের নিচে হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আন্ডারগ্র্যাড পড়াশোনা ইংরেজিতে হলে ইংরেজি দক্ষতার সার্টিফিকেট লাগবে না। অন্যথায় টোয়েফল, আইইএলটিএস, সি১ অথবা সি২ থাকতে হবে।
অসাধারণ নেতৃত্বের দক্ষতা, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও অনুকরণীয় চরিত্রের অধিকারী হতে হবে।
সুবিধা
টিউশন ফি
স্টাইপেন্ড
আবাসন সুবিধা
শিক্ষাসফর
বেইজিং থেকে যাওয়া–আসার বিমান/ট্রেনের টিকিট
স্বাস্থ্য বিমা
যেসব কাগজপত্র লাগবে
রিজুম অথবা সিভি। সর্বোচ্চ ২ পৃষ্ঠার।
দুইটি এসে (Essay)। একটি নিজের ‘লিডারশিপ এসে’, যা সর্বোচ্চ ৭৫০ শব্দের মধ্যে লিখতে হবে। অন্যটি স্টেটমেন্ট অব পারপাস (SOP), যা সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
তিনটি রিকমেন্ডেশন লেটার। প্রার্থীর বুদ্ধিবৃত্তিক দক্ষতা, চারিত্রিক বৈশিষ্ট্য ও নেতৃত্বের দক্ষতা বিষয়ে প্রার্থীর সঙ্গে সরাসরি কাজের অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে।
ভিডিও ইন্ট্রোডাকশন। সর্বোচ্চ এক মিনিটের একটি ভিডিওতে নিজের পরিচিতি তুলে ধরতে হবে।
জেনে রাখুন
আবেদনের শেষ তারিখ: সেপ্টেম্বর ১২, ২০২৪। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
অনলাইনে আবেদন করতে হবে। ই–মেইলে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের যোগ্যতা যাচাই করতে ভিজিট করুন: Check Your Eligibility
অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: connect.schwarzmanscholars.org/apply
বিস্তারিত জানতে ভিজিট করুন: schwarzmanscholars.org