প্রশ্নোত্তর (১৬-১৮) : অধ্যায় ৩ | বাংলাদেশ ও বিশ্বপরিচয় - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১৬. প্রশ্ন: ঐতিহাসিক নিদর্শনগুলো আমাদের সংরক্ষণ করা উচিত কেন?

উত্তর: বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। দীর্ঘদিন ধরে এ দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে রয়েছে এসব নিদর্শন। এসব নিদর্শন আমাদের সংরক্ষণ করা উচিত।

কারণ—

ক. এসব সভ্যতা আমাদের অতীতের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে।

খ. আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে। তাই আমরা গৌরব বোধ করি এসব দেখে।

গ. পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎকে আরও উন্নতির পথে পরিচালিত করতে পারি।

ঘ. বিশ্বের অন্যান্য দেশের কাছে আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে। তাই আমাদের উচিত আমাদের এসব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা।

১৭. প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত? কোন ঐতিহাসিক স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে? ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনগুলো সম্পর্কে লেখো।

উত্তর: অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ছিলেন ময়নামতি। ময়নামতি এলাকার নামটি তার নামের সঙ্গে জড়িত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। ময়নামতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীন নিদর্শনও পাওয়া গেছে। ময়নামতিতে পাওয়া নিদর্শনগুলো নিচে উল্লেখ করা হলো—

ক. এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে।

খ. এ ছাড়া রয়েছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, আগুয়ান হাতি ইত্যাদি।

গ. এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন আছে।

ঘ. রয়েছে আবাসন সুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নিদর্শন।

আরও পড়ুন

১৮. প্রশ্ন: সোনারগাঁ কোথায় অবস্থিত? কত সালে এবং কার সময়ে সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়? এই প্রাচীন সভ্যতা সম্পর্কে যা জান লেখো।

উত্তর: সোনারগাঁ ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত। ১৬১০ সালে এক যুদ্ধে ঈশা খাঁর পুত্র মুসা খাঁ পরাজিত হওয়ার পর সোনারগাঁয়ের পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয়।

সোনারগাঁ সম্পকে৴ চারটি তথ৵ দেওয়া হলো—

ক. সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।

খ. এখনো সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে, যার একটি গিয়াসউদ্দিন আযম শাহের মাজার।

গ. উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা–বাণিজ্যের কেন্দ্র হিসেবে এখানে পানাম নগর গড়ে ওঠে।

ঘ. সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন।

রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা

আরও পড়ুন