ফটোশপ (পর্ব ৩) - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় ৫ | এসএসসি ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

এডোবি ফটোশপে ছবি সম্পাদনার কাজ করা যায়ছবি: পিসিওয়ার্ল্ড ডটকম

অধ্যায় ৫

[এর আগের প্রকাশিত লেখা]

১১২. টুলবক্সের নিচের অংশে যে কালার আইকন রয়েছে তার নাম কী?

ক. Foreground I Background কালার আইকন 

খ. কালার প্যাড 

গ. Gradient আইকন 

ঘ. প্যালেট

১১৩. Feather-এর ঘরে সর্বোচ্চ কত পর্যন্ত পরিমাণ সূচকসংখ্যা লেখা যায়? 

ক. ২৫০ খ. ৩৫০ 

গ. ৩৬০ ঘ. ৪৬০

১১৪. Feather ঘরে ১০ টাইপ করলে প্রান্তের নমনীয়তা কত হবে? 

ক. ১০ খ. ২০ 

গ. ৩০ ঘ. ৪০

১১৫. মুক্ত সিলেকশন তৈরি করার জন্য কোন টুল ব্যবহার করা হয়?

ক. Lasso tool খ. Move tool 

গ. Dodge tool ঘ. Fye Dropper tool

১১৬. কোনো অবজেক্টের রঙের গাঢ়ত্বের পরিমাণ নির্ধারণ করার জন্য কী ব্যবহার করা হয়?

ক. গ্রেডিয়েন্ট খ. ফিল 

গ. ওপাসিটি ঘ. সলিড কালার

১১৭. ওপাসিটি ঘরে রঙের পূর্ণ গাঢ়ত্ব কত?

ক. ১০০% খ. ২০০% 

গ. ২৫০% ঘ. ৩৫০%

১১৮. ওপাসিটির রঙের গাঢ়ত্বের শতকরা হার যত কম হবে, রং ততই কী হবে?

ক. গাঢ় হবে খ. হালকা হবে 

গ. ব্লেন্ড হবে ঘ. সাদা হবে

১১৯. Stroke কমান্ড কোন মেনুতে পাওয়া যায়?

ক. File খ. Edit 

গ. Review ঘ. Color

১২০. কোন কমান্ড ব্যবহার করে ফটোশপে save করতে হবে? 

ক. Save  খ. Ctrl + V  

গ. Alt + S ঘ. Ctrl + C

১২১. ছবি সম্পাদনার পর্দা বা ক্যানভাসের একেকটি স্তরকে কী বলে?

ক. ওপাসিটি খ. লেয়ার 

গ. পাথ ঘ. Swatches

১২২. লেয়ার প্যালেটে কয়টি লেয়ার থাকতে পারে?

ক. ২টি খ. ৩টি 

গ. ৪টি ঘ. অসংখ্য

১২৩. ছবির কোনো অংশ মুছতে ফটোশপে কোন টুলটি ব্যবহার করা হয়? 

ক. Purge tool খ. Lasso tool 

গ. Background Eraser tool 

ঘ. Burnt

১২৪. লেয়ার প্যালেটে লেয়ারগুলো কীভাবে বিন্যস্ত হবে?

ক. পর্যায়ক্রমে খ. ছোট থেকে বড় 

গ. বড় থেকে ছোট ঘ. এলোমেলোভাবে

১২৫. চোখের আইকনটি লেয়ারের কোন দিকে থাকে?

ক. New layer আইকনের পাশে 

খ. ডান দিকে 

গ. বাম দিকে 

ঘ. নিচের দিকে

১২৬. লেয়ারে কোন ছবি দৃশ্যমানকে অদৃশ্য করতে কোন আইকনটি ব্যবহার করা হয়?

ক. থাম্বনেইল আইকন 

খ. লক আইকন 

গ. ওপাসিটি 

ঘ. Layer visibility icon

১২৭. থাম্বনেইল অর্থ কী?

ক. ক্ষুদ্র ছবির বড় সংস্করণ 

খ. বড় ছবির ক্ষুদ্র সংস্করণ 

গ. Zoom in 

ঘ. মাঝারি সংস্করণ

১২৮. Layer প্যালেট কোন মেনুতে থাকে?

ক. File খ. Edit 

গ. Window ঘ. Review

১২৯. একটি নতুন লেয়ারকে অপর কী নামে ডাকা যায়?

ক. ফোরগ্রাউন্ড লেয়ার 

খ. থাম্বনেইল লেয়ার 

গ. স্বচ্ছ লেয়ার

ঘ. নিউ লেয়ার

১৩০. লেখালেখির কাজে ফটোশপে কোন টুল ব্যবহার করা হয়?

ক. Purge খ. Lasso 

গ. Type ঘ. Line

১৩১. এক ফাইলের ছবি অন্য ফাইলে স্থানান্তরিত করা হয় কীভাবে? 

ক. অপশন ব্যবহারে 

খ. মুভ টুল দিয়ে ছবির ওপর ক্লিক ও ড্রাগ করে 

গ. Caps Lock ব্যবহার করে 

ঘ. Enter বোতাম চেপে

১৩২. কয়টি লেয়ারের ছবি একসঙ্গে সম্পাদনা করা যায়?

ক. একটি মাত্র খ. ২টি 

গ. ৪টি ঘ. একাধিক

১৩৩. Target layer কী? 

ক. যে লেয়ারে ছবি থাকে 

খ. ব্যাকগ্রাউন্ড লেয়ার 

গ. টেক্সট লেয়ার 

ঘ. যে লেয়ারে ছবি সম্পাদনা করা হয়

১৩৪. Opacity কী?

ক. হালকা রং  খ. স্বচ্ছ ছবি 

গ. রঙের গাঢ়ত্ব ঘ. কালার মোড

১৩৫. Opacity টেক্সট বক্সে default opacity মান কত?

ক. ৫০% খ. ৭৫% 

গ. ১০০% ঘ. ১৫০%

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১২. ক ১১৩. ক ১১৪. খ ১১৫. ক ১১৬. গ ১১৭. ক ১১৮. খ ১১৯. খ ১২০. ক ১২১. খ ১২২. ঘ ১২৩. গ ১২৪. ক ১২৫. গ  ১২৬. ঘ ১২৭. খ ১২৮. গ ১২৯. গ ১৩০. গ  ১৩১. খ ১৩২. ক ১৩৩. ঘ ১৩৪. গ ১৩৫. গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা