আহ্নিক গতি, বার্ষিক গতি প্রশ্নোত্তর - প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় ৮ | পঞ্চম শ্রেণি
পঞ্চম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৮
প্রশ্ন: গ্রীষ্মকালে সূর্য কোথায় অবস্থান করে?
উত্তর: গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে।
প্রশ্ন: আহ্নিক গতি কাকে বলে?
উত্তর: সূর্যের চারদিকে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের ওপরও ঘুরছে। নিজ অক্ষের ওপর পৃথিবীর এই ঘূর্ণমান গতিকে আহ্নিক গতি বলে।
প্রশ্ন: ঋতু পরিবর্তনের কারণ কী?
উত্তর: পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন ও সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।
প্রশ্ন: গ্রীষ্মকালে কী হয়?
উত্তর: গ্রীষ্মকালে দিনের সময়কাল দীর্ঘ হয় ও তাপমাত্রা বৃদ্ধি পায়।
প্রশ্ন: শীতকালে কী হয়?
উত্তর: শীতকালে দিনের চেয়ে রাত বড় হয় ও তাপমাত্রা হ্রাস পায়।
প্রশ্ন: বার্ষিক গতি কাকে বলে?
উত্তর: নিজ অক্ষের ওপর লাটিমের মতো ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যের চারদিকেও বছরে একবার আবর্তন করছে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে।
প্রশ্ন: উপগ্রহ কী?
উত্তর: উপগ্রহ হলো সেই বস্তু, যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।
প্রশ্ন: পৃথিবীর চারদিকে চাঁদ কত দিনে ঘুরে আসে?
উত্তর: পৃথিবীর চারদিকে চাঁদ প্রায় ২৮ দিন সময়ে একবার ঘুরে আসে।
প্রশ্ন: রাতের আকাশে খালি চোখে আমরা কী দেখতে পাই?
উত্তর: রাতের আকাশে খালি চোখে আমরা অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাই।
প্রশ্ন: মহাকাশের কী নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন?
উত্তর: মহাকাশের গ্রহ, নক্ষত্র ও গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন।
প্রশ্ন: আলো প্রতি সেকেন্ডে কত কিলোমিটার বেগে চলে?
উত্তর: আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার বেগে চলে।
প্রশ্ন: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর: পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা