বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বাউবিতে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে (BSCSE) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ২০২৩ সাল বা তৎপূর্বে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিকট হতে অনলাইনে ভর্তির জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে।
অনলাইনে আবেদনপ্রক্রিয়া
admission.bousst.edu.bd এই ওয়েবসাইটে গিয়ে Apply Now বাটনে ক্লিক করতে হবে।
অনলাইনে আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে Preview দেখে Submit বাটনে ক্লিক করুন। তৎক্ষণাৎ স্ক্রিনে BSCSE PIN No. দেখতে পাবেন। Print Download Application বাটনে ক্লিক করে BSCSE PIN No. সহ আবেদনটি সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি হিসেবে পরিশোধ করতে হবে ৮৬০ টাকা।
আবেদনের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
পদার্থবিজ্ঞান ও গণিত/উচ্চতর গণিতসহ বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় পৃথকভাবে জিপিএ ৩.০ (স্কেল-৫)/দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ও গণিত/উচ্চতর গণিতে ন্যূনতম জিপিএ ৩.০ (স্কেল-৫)/ দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা উত্তীর্ণরা ‘ক’ ক্রমিকে বর্ণিত শর্তে জিপিএ-এর ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ২.৫০ (স্কেল-৪) প্রাপ্তি সাপেক্ষে আবেদন করতে পারবে।
বাউবির ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন (ডিসিএসএ) প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বিভাজন
উচ্চমাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ৩০, গণিতে ৩০ মোট ৬০ নম্বরের এমসিকিউ ও লিখন দক্ষতা যাচাইয়ে বাংলা ও ইংরেজিতে ১০ এবং পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে বর্ণনামূলক/সমস্যা সমাধানসহ ১০ মোট ৮০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১০ নম্বর আনুপাতিক হারে বণ্টন করা হবে এবং মৌখিক পরীক্ষায় ১০ নম্বর বরাদ্দ থাকবে। সর্বমোট (৮০+১০+১০) = ১০০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
আবেদনের সময়সীমা: ৮ মার্চ ২০২৪
ভর্তি পরীক্ষা (লিখিত): ১৬ মার্চ ২০২৪
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: bou.ac.bd