'এ ধরনের প্রশ্ন হলে আশা করি টেস্ট পেপার কেনা লাগবে না'
প্রথম আলো-পড়াশোনা আয়োজিত এইচএসসি মডেল টেস্ট ২০২৩-এর সর্বোচ্চ অংশগ্রহণকারী
প্রথম আলো-পড়াশোনা আয়োজিত এইচএসসি মডেল টেস্ট ২০২৩-এর গত সপ্তাহের (১৬ থেকে ২২ জুলাই) সর্বোচ্চ অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত তিনজন হলেন হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের রজত দাস, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রাকিব আল হাসান এবং নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজের মোহাম্মদ সুমন। তাঁরা সবাই ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী। একজন পরীক্ষার্থী এক সপ্তাহে (রোববার থেকে শনিবার) সর্বোচ্চ কয়টি মডেল টেস্ট দিয়েছে তার ভিত্তিতে এই তালিকা করা হয়।
মডেল টেস্ট শুরু হয় ১৬ জুলাই থেকে। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার দিনগুলোতেও শিক্ষার্থীরা চাইলে মডেল টেস্টে অংশ নিতে পারবে। মডেল টেস্টে অংশ নিতে এই লিংকে (prothomalo.com/ModelTest) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগইন করতে হবে।
দেশসেরা স্কুল-কলেজের মাস্টার ট্রেইনার এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা হয়েছে এই মডেল টেস্ট। এখানে ২৪টি বিষয়ের ওপর যতবার খুশি ততবার মডেল টেস্ট দেওয়া যাবে। প্রতিবার স্বয়ংক্রিয়ভাবে নতুন-পুরোনো প্রশ্ন এমনভাবে সাজানো হবে, যাতে শিক্ষার্থীদের একটা প্রশ্নে সুনির্দিষ্ট দক্ষতা অর্জনের পাশাপাশি পর্যাপ্ত অনুশীলন হয়। যেন প্রতিদিন মডেল টেস্ট দেওয়ার ফলে একজন পরীক্ষার্থীর শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চিত হয়।
সর্বোচ্চ অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হওয়ার বিষয়টি জানালে নারায়নগঞ্জের সরকারি 'আদমজীনগর এমডব্লিউ কলেজের মোহাম্মদ সুমন বলেন, "প্রশ্নগুলো খুব ভালো মানের হয়েছে, আমার কাছে মনে হয়েছে ঠিক বোর্ড প্রশ্নের মতো। এই ধরণের প্রশ্ন হলে আশা করি টেস্ট পেপার কেনা লাগবে না'।
কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রাকিব আল হাসান বলেন, 'এইটা আমার জন্য খুবই ভালো হইছে, পরীক্ষার মধ্যে কেমন প্রশ্ন আসতে পারে, সে সম্পর্কে একটা ধারণা হইছে'।
বৃন্দাবন সরকারি কলেজের রজত দাস বলেন, 'প্রথম আলো-পড়াশোনা মডেল টেস্ট আমি কেমন প্রস্তুতি নিয়েছি তা যাচাই করতে অনেক সাহায্য করছে এবং সম্পূর্ণ ফ্রি করে দেওয়ায় আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসাথে যুক্তিবিদ্যার জন্য মডেল টেস্ট দিলে আরও ভালো হতো'।
এইচএসসি পরীক্ষা ২০২৩ উপলক্ষে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিশ্চিত করতে প্রথম আলো-পড়াশোনা মডেল টেস্টের আয়োজন করেছে। বিজ্ঞান, ব্যবসায় কিংবা মানবিকের একজন শিক্ষার্থী দিনের যেকোনো সময় যতবার খুশি ততবার দিতে পারবে এই মডেল টেস্ট। মডেল টেস্টটি অনলাইনে হওয়ায় শিক্ষার্থীরা বাসায় বসেই অংশ নিতে পারবে। একজন পরীক্ষার্থীর নির্দিষ্ট সময় ধরে সর্বোচ্চসংখ্যক সঠিক উত্তর দেওয়ার অনুশীলন করতে এই মডেল টেস্ট খুবই সাহায্য করবে।