ফেব্রুয়ারির গান
নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করোঃ
মুগ্ধ, ঊর্মি, স্রোতস্বিনী, সমুদ্দুর, বাহার, সাগর, ঝরনা, প্রকৃতি, প্রতিধ্বনি, স্বর্ণলতা, পাহাড়, মধুর।
উত্তরঃ
১. মুগ্ধ---------লালন সাঁই ও হাসন রাজার গান আমাদের মুগ্ধ করে।
২. ঊমি---------ঊর্মিমুখর নদী দেখলে সবাই ভয় পায়।
৩. স্রোতস্বিনী------পাহাড় থেকে নেমে আসা স্রোতস্বিনী সমুদ্রে গিয়ে পড়ে।
৪. সমুদ্দুর---------সাত সমুদ্দুর তেরো নদীর পারে ছিল রূপকথার এক দেশ।
৫. বাহার---------বাগানে ফুলের বাহার দেখলে চোখ জুড়িয়ে যায়।
৬. সাগর---------সাগরতীরে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ।
৭. ঝরনা---------সিলেট ও চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে অনেক ঝরনা আছে।
৮. প্রকৃতি---------প্রকৃতির রূপসী কন্যা আমাদের এই বাংলাদেশ।
৯. প্রতিধ্বনি---------মিছিলের স্লোগানগুলো ধ্বনি-প্রতিধ্বনি তুলে চারদিক মুখর করে তুলছে।
১০. স্বর্ণলতা---------মেঠোপথের দুপাশের স্বর্ণলতা যেন রাস্তা আলো করে রেখেছে।
১১. পাহাড়---------পাহাড় থেকে নেমে আসা নদী সাগরে গিয়ে পড়ে।
১২. মধুর---------আমরা মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা বলি।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা