দশম শ্রেণি - হিসাববিজ্ঞান | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১১. বাকিতে কলকবজা ক্রয়ের ফলাফল কোনটি?

ক. সম্পদ বৃদ্ধি ব্যয় বৃদ্ধি

খ. সম্পত্তি বৃদ্ধি দায় বৃদ্ধি

গ. ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি

ঘ. দায় বৃদ্ধি ও স্বত্বাধিকার বৃদ্ধি

১২. বকেয়া বেতন কোন জাতীয় হিসাব?

ক. আয় হিসাব খ. ব্যয় হিসাব

গ. দায় হিসাব ঘ. সম্পদ হিসাব

১৩. অগ্রিম প্রদত্ত বিমা সেলামি ব্যবসায়ের জন্য কী হিসেবে ব্যবহৃত হয়?

ক. দায় খ. মুনাফা

গ. সম্পদ ঘ. ব্যয়

১৪. বিনিয়োগ কী ধরনের হিসাব?

ক. সম্পদ হিসাব খ. আয় হিসাব

গ. ব্যয় হিসাব ঘ. দায় হিসাব

১৫. সুনাম হিসাব কী ধরনের হিসাব?

ক. ব্যক্তিবাচক হিসাব

খ. ব্যয় হিসাব

গ. সম্পদ হিসাব

ঘ. দায় হিসাব

১৬. কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?

ক. বিজ্ঞাপন খ. শিক্ষানবিশ সেলামি

গ. উপভাড়া ঘ. প্রাপ্ত কমিশন

১৭. উত্তোলন কোন শ্রেণির হিসাব?

ক. মালিকানাস্বত্ব খ. ব্যয়

গ. আয় ঘ. দায়

১৮. কোনটি দায় হিসাব?

ক. পাওনাদার খ. দেনাদার

গ. মূলধন ঘ. উত্তোলন

১৯. কোনটি অনুপার্জিত আয়?

ক. কমিশন

খ. প্রাপ্য কমিশন

গ. প্রাপ্ত কমিশন

ঘ. অগ্রিম প্রাপ্ত কমিশন

২০. অফিসের ব্যবহারের জন্য পিন, কালি-কলম, ক্লিপ ইত্যাদি ক্রয় করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করা হবে?

ক. অফিস সাপ্লাইজ হিসাব

খ. অফিস সরঞ্জাম হিসাব

গ. মনিহারি হিসাব

ঘ. ক্রয় হিসাব

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ক ১৭.ক ১৮.ক ১৯.ঘ ২০.গ

মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা