প্রাথমিক বিজ্ঞান - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

৩. প্রশ্ন: সোয়াইন ফ্লু কেন হয়? সোয়াইন ফ্লুর চারটি লক্ষণ লেখো।

উত্তর: মানুষের দেহে এইচওয়ান এনওয়ান (H1N1) নামক একধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। সোয়াইন ফ্লুর চারটি লক্ষণ নিচে দেওয়া হলো—

ক. মানসিক অবসাদ লাগা

খ. মাথাব্যথা

গ. ঘন ঘন শ্বাস-প্রশ্বাস যা কাশি থাকা

ঘ. নাক দিয়ে পানি পড়া।

৪. প্রশ্ন: পানিবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য কোথায়?

উত্তর: পানিবাহিত ও বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে দেওয়া হলো।

সাদৃশ্য:

ক. এই দুটোই রোগ

খ. দুটোই ছোঁয়াচে রোগ নয়

গ. দুটো রোগই ছড়াতে মাধ্যমের প্রয়োজন হয়।

ঘ. এই দুয়ের মাধ্যমে সৃষ্ট রোগ ভাইরাসজনিত।

বৈসাদৃশ্য:

ক. পানিবাহিত রোগের মাধ্যম হলো পানি কিন্তু বায়ুবাহিত রোগের মাধ্যমে হলো বায়ু।

খ. পানিবাহিত রোগ জীবাণুযুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে কিন্তু বায়ুবাহিত রোগ হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে জীবাণু ছড়ানোর মাধ্যমে বিস্তার লাভ করে।

গ. পানিবাহিত রোগের উদাহরণ যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি। বায়ুবাহিত রোগের উদাহরণ যেমন সোয়াইন ফ্লু, হাম, যক্ষা ইত্যাদি।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা