পরিচ্ছদ ১০
১১. অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে?
ক. অধিকার খ. সুকৌশল
গ. অত্যাচার ঘ. গরহাজির
১২. ‘আজকাল ভদ্দরলোকদেরই হয়েছে হাভাত–জোভাত।’—বাক্যে কোন পদে উপসর্গ আছে?
ক. আজকাল খ. হাভাত
গ. জোভাত ঘ. ভদ্দরলোকদের
১৩. ‘নালায়েক’ শব্দে ‘না’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপূর্ণ খ. বিপরীত
গ. মন্দ ঘ. সদৃশ
১৪. ‘চূড়ান্ত’ অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে?
ক. ভরজোয়ার খ. নিমখুন
গ. প্রতিধ্বনি ঘ. সংযোজন
১৫. ‘রোহিঙ্গারা উদ্বাস্তু হয়ে গেছে।’— এ বাক্যে উপসর্গযোগে গঠিত পদ কোনটি?
ক. রোহিঙ্গারা খ. উদ্বাস্তু
গ. হয়ে ঘ. গেছে
১৬. ‘মধ্যস্থ’ অর্থে উপসর্গ ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. কদবেল খ. দুর্মূল্য
গ. দরদালান ঘ. প্রগতি
১৭. ‘বিভূঁই’ শব্দে কী অর্থে উপসর্গ যুক্ত হয়েছে?
ক. বিপরীত খ. তুল্য
গ. সামান্য ঘ. ভিন্ন
১৮. ‘কায়েস সাহেব জীবনের আশা পরিত্যাগ করেছেন।’— এ বাক্যে ‘পরিত্যাগ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. বিরুদ্ধ খ. সম্পূর্ণ
গ. প্রচণ্ড ঘ. অভাব
১৯. ‘অল্প’ অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দ?
ক. অবগুণ্ঠন খ. হাভাত
গ. পাতিহাঁস ঘ. বেদখল
২০. ‘কদবেল’ শব্দে ‘কদ’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. নেতি খ. অতিশয়
গ. গৌণ ঘ. তুল্য
সঠিক উত্তর
পরিচ্ছদ ১০: ১১.গ ১২.খ ১৩.ক ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.ক ২০.গ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা