২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এসএসসি ২০২৩ - পৌরনীতি ও নাগরিকতা | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

৬১. জাতির বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারেন কারা?

ক. আত্মসংযমী ব্যক্তি

খ. স্বার্থান্বেষী ব্যক্তি

গ. সাংস্কৃতিক ব্যক্তি

ঘ. রাজনৈতিক ব্যক্তি

৬২. সুনাগরিক হওয়ার জন্য কোনটি প্রয়োজন?

ক. উচ্চশিক্ষিত হওয়া

খ. কর্তব্য সচেতন হওয়া

গ. আত্মসংযমী হওয়া

ঘ. অধিকার সচেতন হওয়া

৬৩. একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোনটি যৌক্তিক?

ক. বিবেকবান হওয়া খ. সম্পদশালী হওয়া

গ. সুদর্শন হওয়া ঘ. উচ্চ বংশীয় হওয়া

৬৪. নিচের কোনটি ব্যক্তিত্বের বিকাশ ঘটায়?

ক. শিক্ষা খ. অধিকার

গ. সম্পদ ঘ. সমাজ

৬৫. মানুষের ব্যক্তিত্ব উপলব্ধি করতে প্রয়োজন?

ক. শিক্ষা খ. অধিকার

গ. স্বাধীনতা ঘ. সাম্য

৬৬. রাজনৈতিক অধিকার কোন ধরনের অধিকার?

ক. নৈতিক খ. সামাজিক

গ. আইনগত ঘ. ব্যক্তিগত

৬৭. কোন অধিকারের আইনগত ভিত্তি নেই?

ক. অর্থনৈতিক অধিকার

খ. নৈতিক অধিকার

গ. সামাজিক অধিকার

ঘ. রাজনৈতিক অধিকার

৬৮. অন্ধ ব্যক্তির সাহায্য পাওয়া কোন ধরনের অধিকার?

ক. আইনগত খ. ধর্মীয়

গ. সামাজিক ঘ. নৈতিক

৬৯. ভিক্ষুকের ভিক্ষা পাওয়া কোন ধরনের অধিকার?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. নৈতিক ঘ. অর্থনৈতিক

৭০. নৈতিক অধিকার সমাজভেদে কী হয়?

ক. পার্থক্য হয় খ. একই থাকে

গ. অভিন্ন থাকে ঘ. পার্থক্য থাকে না

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.ক ৬২.গ ৬৩.ক ৬৪.খ ৬৫.খ ৬৬.গ ৬৭.খ ৬৮.ঘ ৬৯.গ ৭০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা