এইচএসসি ২০২৪ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১৩১-১৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

নিচের উদ্দীপকের আলোকে ১৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কামাল সাহেব অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান–প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করলেন। তারপর তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

১৩১. কামাল সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

ক. বাস্তবায়নের খরচ হ্রাস পাবে

খ. ব্যান্ডউইডথ বৃদ্ধি পাবে

গ. বেশি শক্তি ব্যবহৃত হবে

ঘ. প্রতিস্থাপন সহজ হবে

১৩২. LAN–এর টপোলজি সাধারণত হয়ে থাকে—

i. বাস

ii. স্টার

iii. রিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৩৩ ও ১৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি রুমে থাকা কিছু ল্যাপটপ একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

১৩৩. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক কোনটি হবে?

ক. WPAN খ. WLAN

গ. WMAN ঘ. WWAN

১৩৪. উদ্দীপকের নেটওয়ার্কটির ল্যাপটপগুলো সংযুক্ত—

i. কেবলের মাধ্যমে

ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে

iii. ওয়াইফাইয়ের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৫. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে transmission delay time বৃদ্ধি পায়—

i. বাস টপোলজিতে

ii. স্টার টপোলজিতে

iii. রিং টপোলজিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

১৩৬. বাস টপোলজিতে—

i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে

ii. মূল কেব্​ল ব্যাকবোন

iii. রিপিটার ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৭. বাস টপোলজির ক্ষেত্রে প্রযোজ্য—

i. একই ধরনের নেটওয়ার্কে ভিন্ন ধরনের কেব্​ল ব্যবহৃত হয়

ii. সার্ভার কম্পিউটারের প্রয়োজন নেই

iii. কোনো কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারের সমস্যা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩৮. স্টার টপোলজিতে—

i. কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে

ii. সংকেত প্রবাহ দ্বিমুখী হয়

iii. অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৩৯ ও ১৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

টিপু সাহেব তাঁর অফিসে ২০টি কম্পিউটারকে সংযুক্ত করে একটি কেন্দ্রীয় যন্ত্রের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করেন। একদিন সেই কেন্দ্রীয় যন্ত্রে সমস্যা হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ল।

১৩৯. উদ্দীপকে কম্পিউটারগুলো কোন ধরনের টপোলজিতে যুক্ত?

ক. বাস খ. স্টার

গ. রিং ঘ. মেশ

১৪০. উদ্দীপকের কেন্দ্রীয় যন্ত্রটি হতে পারে—

i. হাব

ii. সুইচ

iii. মডেম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৩১.গ ১৩২.ঘ ১৩৩.খ ১৩৪.গ ১৩৫.খ ১৩৬.গ ১৩৭.ক ১৩৮.ঘ ১৩৯.খ ১৪০.ক

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন