অধ্যায় ২
৫১. কী দিয়ে অপটিক্যাল ফাইবার কেব্ল তৈরি হয়?
ক. কাচতন্তু খ. কপার
গ. ইস্পাত ঘ. ফেরাস কোর
৫২. অপটিক্যাল ফাইবারের কয়টি অংশ?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৫৩. কোনটি অপটিক্যাল ফাইবার ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ক. আলফা রশ্মি খ. লেজার রশ্মি
গ. বিটা রশ্মি ঘ. গামা রশ্মি
৫৪. অপটিক্যাল ফাইবারের কোথায় আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে?
ক. ফাইবারের বাইরে
খ. কোরের অভ্যন্তরে
গ. কোরের ঠিক বাইরে
ঘ. ক্ল্যাডিং ও জ্যাকেটের অভ্যন্তরে
৫৫. অপটিক্যাল ফাইবার কেব্ল—
i. উচ্চগতিসম্পন্ন
ii. দামে সস্তা
iii. বিদ্যুৎ চুম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. কোনটি ক্ল্যাডিং নামে পরিচিত?
ক. ফাইবারের অভ্যন্তরীণ স্তর
খ. ফাইবারের বাইরের স্তর
গ. কোরের বাইরের স্তর
ঘ. কোরের অভ্যন্তরীণ স্তর
৫৭. অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কীভাবে আলো চলাচল করে?
ক. প্রতিসরণের মাধ্যমে
খ. প্রতিফলনের মাধ্যমে
গ. সমাবর্তনের মাধ্যমে
ঘ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে
৫৮. নিচের কোনটি কোরের ব্যাস নির্দেশ করে?
ক. ৪ থেকে ১০০ মাইক্রন
খ. ৬ থেকে ১০০ মাইক্রন
গ. ৮ থেকে ১০০ মাইক্রন
ঘ. ৫০ থেকে ১০০ মাইক্রন
৫৯. সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত?
ক. ৪–২০ মাইক্রন খ. ২–৫০ মাইক্রন
গ. ৮–১২ মাইক্রন ঘ. ৮–১০০ মাইক্রন
৬০. মাল্টি মোড ফাইবারে কোরের ব্যাস কত?
ক. ১০–২০ মাইক্রন
খ. ৮–৫০ মাইক্রন
গ. ৩০–৬০ মাইক্রন
ঘ. ৫০–১০০ মাইক্রন
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.ক ৫২.খ ৫৩.খ ৫৪.খ ৫৫.খ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.গ ৫৯.গ ৬০.ঘ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা