বিডিইউ ও বুয়েট ‘রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ’ প্রতিযোগিতায় বাংলাদেশে যৌথভাবে চ্যাম্পিয়ন
আইইই রিজিওন ১০ (IEEE Region 10) রোবোটিকস চ্যাম্পিয়ন ‘রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি করে মোট দুইটি টিম।
বিডিইউ থেকে ‘টিম রবো প্লাস’ এবং বুয়েট থেকে ‘Team Hawkeye’ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। ‘টিম রবো প্লাস’-এ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইওটি অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তাসলিম আরিফ, মারুফ হাসান, আবু সালেহ মুহাম্মদ মুসা ও আবদুল্লাহ আল মামুন। প্রতিযোগিতার পরবর্তী স্টেজে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করবে দল দুটি।
প্রতিযোগিতার প্রথম ধাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ (বিডিইউ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে মোট ১৭টি টিম অংশগ্রহণ করে।
২৪ জুন ২০২৩–এ প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হয় এবং ১৬ আগস্ট ২০২৩ প্রথম ধাপের ফলাফল ঘোষণা করা হয়। সেখান থেকেই পরবর্তী ধাপে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার জন্য দুটি টিম নির্বাচিত হয়েছে।
আইইইই রিজন ১০ রোবোটিকস চ্যাম্পিয়ন ‘রোবোটিকস ফর ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইওটি অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম পিইঞ্জ, সহ–উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
‘টিম রবো প্লাস’–কে সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য টিমের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম পিইঞ্জ, সহ–উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। একই সঙ্গে তাঁরা টিম সুপারভাইজার ও আইওটি অ্যান্ড রোবোটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সুমন সাহার প্রতি কৃতজ্ঞতা জানান।