অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | সুখী মানুষ - বহুনির্বাচনি প্রশ্ন ( ৩১- ৩৯)
অষ্টম শ্রেণির পড়াশোনা
সুখী মানুষ
৩১. মোড়ল চরিত্রে কী প্রকাশ পেয়েছে?
ক. লোভ খ. সততা
গ. পরোপকারিতা ঘ. দয়া
৩২. রহমত চরিত্রে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
ক. মুনিব ভক্ত খ. লোভী
গ. স্বার্থপর ঘ. পরোপকারী
৩৩. ‘সুখী মানুষ’ নাটিকাটির শিক্ষণীয় বিষয় কী?
ক. সম্পদের পাহাড় তৈরির লোভ সংবরণ করা
খ. অর্থ সম্পদ উপার্জন করতে হবে ন্যায়ের পথে
গ. সম্পদ ছেড়ে সবাই বনে বসবাস করা
ঘ. মোড়লের মতো লোকদের বিরুদ্ধে আন্দোলন করা
৩৪. অতিরিক্ত সম্পদের মোহ মানুষের—
i. মনে অশান্তি সৃষ্টি করে
ii. বিবেক ধ্বংস করে দেয়
iii. কুপথে চালিত করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. ‘সুখী মানুষ’ শব্দটি যে ভাবার্থ বহন করে তা হলো—
i. মানুষের অন্তরাত্মার তুষ্টি
ii. মানুষের শারীরিক সুস্থতা
iii. প্রচুর ধনসম্পদ আহরণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘আমি সেই জগতে হারিয়ে যেতে চাই
যেথায় লোকে সোনা-রুপায়
পাহাড় জমায় না।
বিত্ত-সুখের দুর্ভাবনায়
আয়ু কমায় না;
যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই।’
৩৬. উদ্দীপকে উল্লেখিত লোকের সঙ্গে ‘সুখী মানুষ’ নাটিকায় সাদৃশ্য রয়েছে কার?
ক. মোড়লের খ. রহমতের
গ. হাসুর ঘ. কাঠুরিয়ার
৩৭. উদ্দীপকটিতে ‘সুখী মানুষ’ নাটিকায় যে ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো—
i. সম্পদই অশান্তির কারণ
ii. সুখ একটা আপেক্ষিক ব্যাপার
iii. প্রকৃত সুখ মোহমুক্তির মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সখীপুর গ্রামের সুদের কারবারি সুবল মিয়ার বাড়িতে দু–তিনজন সশস্ত্র পাহারাদার। তবু তিনি রাতে ঘুমাতে পারেন না। অতিরিক্ত মানসিক চাপে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
৩৮. উদ্দীপকের সুবল মিয়া ‘সুখী মানুষ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক. কবিরাজ খ. মোড়ল
গ. হাসু ঘ. রহমত
৩৯. উক্ত প্রতিনিধিত্বের কারণ—
i. অর্থনৈতিকভাবে সম্পদের মালিক হওয়ায়
ii. লোভী ও অসৎ ব্যক্তি হওয়ায়
iii. অসুখী ও অত্যাচারী হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
সুখী মানুষ: ৩১.ক ৩২.ক ৩৩.খ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.খ ৩৯.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা