এসএসসি ২০২২ - বাংলা ২য় পত্র | ধাতু : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

ধাতু

৩১. তদ্ধিত প্রত্যয় কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

৩২. ‘ডিঙি’ শব্দে আ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?

ক. বৃহদার্থে খ. ক্ষুুদ্রার্থে

গ. সমার্থে ঘ. ভিন্নার্থে

৩৩. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?

ক. মালিক অর্থে খ. জাত অর্থে

গ. ব্যবসায় অর্থে ঘ. ভাব অর্থে

৩৪. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

ক. মিঠাই খ. লোনা

গ. লেজুড় ঘ. সাপুড়ে

৩৫. ‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. মানু + ষ্ণ খ. মনু + ষ্ণ

গ. মনু + ষ্ণ্য ঘ. মনু + বতুপ

৩৬. ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. সুভগ + ষ্ণ্য খ. সুভগ + ষ্ণ

গ. সৌভগ + ষ্ণ্য ঘ. সৌভগ + ষ্ণ

৩৭. ‘সার্বভৌম’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

ক. সর্বভূমি + ষ্ণ খ. সর্ব + ভৌম

গ. সার্বভূমি + ষ্ণ ঘ. সার্বভূমি + ষ্ণিক

৩৮. ‘কাব্যিক’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. কবি + য খ. কাব্য + ষ্ণিক

গ. কবি + ইক ঘ. কাব্য + ইক

৩৯. ‘নীলিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. নীল + ইমা খ. নীল + ইমন

গ. নীল + ঈশন ঘ. নীল + মা

৪০. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. মহি + মা খ. মহা + ইমা

গ. মহা + ইমন ঘ. মহৎ + ইমন

সঠিক উত্তর

ধাতু: ৩১.খ ৩২.ক ৩৩.ঘ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.খ ৩৯.খ ৪০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)