বহুনির্বাচনি প্রশ্ন (১-১০) : অধ্যায় ৬ | ভূগোল ও পরিবেশ - এসএসসি ২০২৪
পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
অধ্যায় ৬
১. পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি?
ক. প্রশান্ত মহাসাগর খ. ভারত মহাসাগর
গ. উত্তর মহাসাগর ঘ. দক্ষিণ মহাসাগর
২. ‘হিমশৈল’ কী?
ক. অ্যান্টার্কটিকায় জমাটবাঁধা বরফ
খ. গ্রিনল্যান্ডে জমাটবাঁধা বরফ
গ. সমুদ্রস্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড
ঘ. হিমালয়ের চূড়ায় জমাটবাঁধা বরফ
৩. প্রশান্ত মহাসাগরের গভীরতা কত?
ক. ৪,২৭০ মিটার খ. ৪,৮৭০ মিটার
গ. ৫,২৭০ মিটার ঘ. ৬,২৮০ মিটার
৪. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তনবিশিষ্ট জলরাশিকে কী বলে?
ক. সাগর খ. উপসাগর
গ. নদী ঘ. হ্রদ
৫. আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা বেষ্টন করে আছে কোনটিকে?
ক. আটলান্টিক মহাসাগর
খ. মিসিসিপি মিসেওরি
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. চীন সাগর
৬. সমুদ্রের তলদেশের ভূমিরূপ কয় ভাগে বিভক্ত?
ক. ৫টি খ. ৬টি
গ. ৮টি ঘ. ১২টি
৭. সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশ ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে কী বলে?
ক. মহীঢাল খ. মহীসোপান
গ. গভীর খাত ঘ. উপকূলীয় খাত
৮. মহীসোপানের সবচেয়ে ওপরের অংশকে কী বলে?
ক. মহীঢাল
খ. উপকূলীয় ঢাল
গ. নিমজ্জিত শৈলশিরা
ঘ. গভীর সমুদ্রখাত
৯. মহীসোপান কত ডিগ্রি কোণে নিমজ্জিত থাকে?
ক. ১° খ. ১০°
গ. ১৫° ঘ. ২৫°
১০. মহীসোপানের গড় প্রশস্ততা কত?
ক. ৭০ কি.মি. খ. ৮০ কি.মি.
গ. ৯০ কি.মি. ঘ. ১০০ কি.মি.
সঠিক উত্তর
অধ্যায় ৬: ১.ক ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.খ ৮.খ ৯.ক ১০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা