সাধারণ জ্ঞান (বাংলাদেশের মুক্তিযুদ্ধ) | জিএসটি গুচ্ছে ভর্তির প্রস্তুতি পর্ব—১
[প্রিয় জিএসটি গুচ্ছে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, আজকে আমরা বি ইউনিটের পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলির জন্য মুক্তিযুদ্ধ থেকে কিছু প্রশ্নোত্তর দিয়েছি। এর আগে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি হিসেবে বাংলা এবং সাধারণ জ্ঞানের ওপর বেশ অনেকগুলো পর্বে প্রশ্নোত্তর ছেপেছি। সেগুলো পাওয়া যাবে এখানে (পর্ব-১, পর্ব-২, পর্ব-৩, পর্ব-৪, পর্ব-৫, পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮, পর্ব-৯, পর্ব-১০, পর্ব-১১, পর্ব-১২, পর্ব-১৩ , পর্ব-১৪, পর্ব-১৫, পর্ব-১৬, পর্ব-১৭, পর্ব-১৮, পর্ব-১৯, পর্ব-২০ , পর্ব-২১, ও পর্ব-২২) যেখানে বাংলা বিষয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।
১. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
ক. ১০ এপ্রিল ১৯৭১ খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ১৭ এপ্রিল ১৯৭১ ঘ. ৭ মার্চ ১৯৭১
২. বাংলাদেশের অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়?
ক. মুজিবনগর খ. কলকাতা
গ. চট্টগ্রাম ঘ. আগরতলায়
৩. বাংলাদেশের প্রথম সরকার কোথায় গঠিত হয়?
ক. মুজিবনগর খ. যশোর
গ. গোপালগঞ্জ ঘ. ঢাকা
৪. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় (সদর দপ্তর) কোথায় ছিল?
ক. ৮ নম্বর থিয়েটার রোড, কলকাতা
খ. মুজিবনগর
গ. করিমগঞ্জ
ঘ. বেনাপোল
৫. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে?
ক. ১০ এপ্রিল ১৯৭১ খ. ১৭ এপ্রিল ১৯৭১
গ. ১৬ ডিসেম্বর ১৯৭১ ঘ. ১২ এপ্রিল ১৯৭১
৬. ‘মুজিবনগর দিবস’ কবে পালন করা হয়?
ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল
গ. ২৭ মার্চ ঘ. ১৭ মার্চ
৭. বর্তমান মুজিবনগরের পূর্বনাম কী?
ক. শিমুলিয়া খ. টুঙ্গিপাড়া
গ. চন্দবাড়ি ঘ. ভবেরপাড়া
৮. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়—
ক. কালুরঘাট হতে খ. মুজিবনগর হতে
গ. খুলনা হতে ঘ. ঢাকা হতে
৯. প্রবাসী সরকারের (বাংলাদেশের) স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন?
ক. অধ্যাপক ইউসুফ আলী খ. সৈয়দ নজরুল ইসলাম
গ. ক্যাপ্টেন মনসুর আলী ঘ. তাজউদ্দীন আহমদ
১০. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (Prime Minister)-
ক. তাজউদ্দীন আহমদ খ. শেখ মুজিবুর রহমান
গ. আতাউর রহমান খান ঘ. এম মনসুর আলী
১১. বাংলাদেশের (মুজিবনগর সরকারের) প্রতিরক্ষামন্ত্রী ছিলেন—
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. তাজউদ্দীন আহমদ
গ. এইচ এম কামরুজ্জামান
ঘ. জেনারেল এম এ জি ওসমানী
১২. বাংলাদেশের (মুজিবনগর সরকারের) অর্থমন্ত্রী (Finance Minister) কে ছিলেন?
ক. খন্দকার মোশতাক আহমেদ
খ. তাজউদ্দীন আহমদ
গ. ক্যাপ্টেন এম মনসুর আলী
ঘ. সৈয়দ নজরুল ইসলাম
১৩. ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
ক. কে এম শাহাবুদ্দিন খ. এম হোসেন আলী
গ. এস কে নবী ঘ. মো. মহিউদ্দিন খান
১৪. বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
ক. টোকিও খ. কলকাতা
গ. ওয়াশিংটন ঘ. লন্ডন
১৫. বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭১ সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন?
ক. পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী খ.আইন ও বিচারবিষয়ক মন্ত্রী
গ. বিশেষ কূটনৈতিক প্রতিনিধি ঘ. নয়াদিল্লিস্থ বাংলাদেশ মিশনের প্রধান
১৬. মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন খোলা হয় কার অধীনে?
ক. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ. রবিশঙ্কর ঘোষ
গ. বিচারপতি এ এস এম সায়েম
ঘ. এম আর সিদ্দিকী
১৭. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ. তাজউদ্দীন আহমদ
ঘ. কমরেড মণি সিংহ
১৮. বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম খ. তাজউদ্দীন আহমদ
গ. মোশতাক আহমেদ ঘ. মনসুর আলী
১৯. The first prime minister of Bangladesh Mr. Tajuddin Ahmad was born in-
ক. Cumilla খ. Manikganj
গ. Munshiganj ঘ. Gazipur
২০. মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন?
ক. ৮ জন খ. ১০ জন
গ. ৬ জন ঘ. ৪ জন
সঠিক উত্তর:
১.ক, ২.ঘ, ৩.ক, ৪.ক, ৫.খ, ৬.খ, ৭.ঘ, ৮.খ, ৯.ক, ১০.ক,
১১.খ, ১২.গ, ১৩.ক, ১৪.খ, ১৫.গ, ১৬.ঘ, ১৭.খ, ১৮.ক, ১৯.ঘ, ২০.গ
রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা