অধ্যায় ৬
৭৯. পোশাকশিল্পে নারী শ্রমিকেরা প্রধান চালিকাশক্তি। এর কারণ হচ্ছে—
i. স্বল্প মজুরি প্রদান
ii. শ্রমিক অসন্তোষ কম
iii. নারী শ্রমিকের সহজপ্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮০. দেশে প্রথম EPZ কত সালে স্থাপিত হয়?
ক. ১৯৮৩ সালে খ. ১৯৮৫ সালে
গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৯১ সালে
৮১. কার্পাস বয়নশিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
ক. তুলা খ. পাট
গ. ভেড়ার লোম ঘ. রেশম
৮২. বয়নশিল্পের প্রধান কাঁচামাল কী?
ক. কাপড় খ. সুতা
গ. কার্পাস ঘ. নাইলন
৮৩. বাংলাদেশে তৈরি পোশাকশিল্প উন্নয়নের কারণ—
i. সস্তা শ্রমশক্তি
ii. বিশ্ববাজারে চাহিদা
iii. কাঁচামালের সহজলভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৪. একসময় পাটশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহরটি?
ক. টাঙ্গাইল খ. ফরিদপুর
গ. নরসিংদী ঘ. নারায়ণগঞ্জ
৮৫. কৃষিজ পণ্যের উত্পাদন বৃদ্ধিতে কোন শিল্প ভূমিকা রাখে?
ক. চিনি খ. পোশাক
গ. সার ঘ. সিমেন্ট
৮৬. পোশাকশিল্পে নারীকর্মীর ভূমিকা বেশি হওয়ার কারণ—
i. সহজলভ্যতা
ii. একাগ্রতা
iii. দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৭. আশুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল কী?
ক. স্থানীয় কয়লা
খ. ছাতকের গ্যাস
গ. স্থানীয় প্রাকৃতিক গ্যাস
ঘ. হরিপুরের খনিজ তেল
৮৮. বর্তমানে লৌহ ও ইস্পাত উত্পাদনে প্রধান স্থান অধিকারকারী দেশ কোনটি?
ক. চীন খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত
৮৯. কোন দেশটি লৌহ ও ইস্পাতশিল্পে দ্বিতীয়?
ক. রুশ ফেডারেশন খ. জাপান
গ. চীন ঘ. যুক্তরাষ্ট্র
৯০. বাংলাদেশে কয়টি চিনির কল আছে?
ক. ১৬টি খ. ১৭টি
গ. ১৮টি ঘ. ২০টি
৯১. বাংলাদেশে কয়টি সার কারখানা আছে?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৯২. রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৯৩. বাংলাদেশে কয়টি সিমেন্ট কারখানা আছে?
ক. ৯টি খ. ১০টি
গ. ১১টি ঘ. ১২টি
৯৪. মালয়েশিয়ার রাবার কোন দেশের রাবার শিল্পে ব্যবহৃত হয়?
ক. জাপান খ. ইন্দোনেশিয়া
গ. যুক্তরাষ্ট্র ঘ. নরওয়ে
৯৫. বাংলাদেশে প্রথম কাগজের কল প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৩ সালে খ. ১৯৫৩ সালে
গ. ১৯৬৩ সালে ঘ. ১৯৭৩ সালে
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৭৯. ঘ ৮০. ক ৮১. ক ৮২. গ ৮৩. ক ৮৪. ঘ ৮৫. গ ৮৬. ঘ ৮৭. গ ৮৮. ক ৮৯. খ
৯০. গ ৯১. গ ৯২. ঘ ৯৩. ঘ ৯৪. গ ৯৫. খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা