অধ্যায় ১
২১. কোনটি অকোষীয় অণুজীব?
ক. ভাইরাস খ. শৈবাল
গ. ছত্রাক ঘ. ব্যাকটেরিয়া
২২. ভাইরাসের শ্রেণিবিভাগ করা হয় কিসের ভিত্তিতে?
ক. আকারের খ. গঠনের
গ. কাজের ঘ. অবস্থানের
২৩. T2 ফায–এর মাথার আকৃতি কীরূপ?
ক. ত্রিভুজ খ. চতুর্ভুজ
গ. পঞ্চভুজ ঘ. ষড়ভুজ
২৪. ভাইরাসের দেহে DNA দেখতে কীরূপ?
ক. প্যাঁচানো খ. গোলাকার
গ. লম্বাকার ঘ. ডিম্বাকার
২৫. কোন ব্যাকটেরিয়া দুটির আকৃতি দণ্ডাকার?
ক. কক্কাস ও কমা
খ. ব্যাসিলাস ও কমা
গ. কক্কাস ও ব্যাসিলাস
ঘ. ব্যাসিলাস ও স্পাইরিলাম
২৬. জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. শৈবাল ঘ. ছত্রাক
২৭. পাটের আঁশ ছাড়াতে সাহায্য করে কোন অণুজীবটি?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. অ্যামিবা ঘ. ছত্রাক
২৮. কোনটির কোষে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত?
ক. প্রোটোজোয়া খ. ব্যাকটেরিয়া
গ. শৈবাল ঘ. ছত্রাক
২৯. কক্কাস জাতীয় ব্যাকটেরিয়ার আকৃতি কেমন?
ক. গোলাকার খ. দণ্ডাকার
গ. কমার মতো ঘ. প্যাঁচানো
৩০. ব্যাকটেরিয়ার দেহে কতটি কোষ থাকে?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. অনেক
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.ক ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.খ ২৬.খ ২৭.খ ২৮.খ ২৯.ক ৩০.ক
এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা