অধ্যায় ৩
১. মূল্যবোধ কী?
ক. সামাজিক আচার-আচরণের সমষ্টি খ. সমাজের মানুষের কার্যাবলি
গ. রাষ্ট্রীয় আইনের প্রতি আনুগত্যবোধ ঘ. ব্যক্তির মৌলিক বৈশিষ্ট্য
২. মূল্যবোধের নির্ধারক কোনটি?
ক. নৈতিকতা খ. ধর্ম
গ. আচরণ ঘ. অভ্যাস
৩. নিচের কোনটি মূল্যবোধের উপাদান নয়?
ক. সামাজিক ন্যায়বিচার খ. সহনশীলতা
গ. সহমর্মিতা ঘ. জনমত
৪. কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য?
ক. পরিবর্তনশীলতা খ. শৃঙ্খলাবোধ
গ. সহমর্মিতা ঘ. শ্রমের মর্যাদা
৫. মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ?
ক. আইন খ. সুশাসন
গ. জনকল্যাণ ঘ. নৈতিকতা
৬. নাগরিক জীবনের নিরাপত্তা বিধানের জন্য কোন আইনের প্রয়োজন?
ক. শাসনতান্ত্রিক খ. প্রশাসনিক
গ. ফৌজদারি ঘ. বেসরকারি
৭. কোনটি শ্রেষ্ঠ মানবীয় গুণ?
ক. আত্মসংযম খ. সহনশীলতা
গ. সহানুভূতি ঘ. মমত্ববোধ
৮. সমাজের মানুষের কাজের ভালো-মন্দ বিচারের মানদণ্ড কোনটি?
ক. শ্রমের মর্যাদা খ. আইনের শাসন
গ. সামাজিক ন্যায়বিচার ঘ. সামাজিক মূল্যবোধ
৯. আইনের প্রাচীন উত্স কোনটি?
ক. প্রথা খ. ধর্ম
গ. জনমত ঘ. আইনসভা
১০. কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন?
ক. সক্রেটিস খ. জ্যাক রুশো
গ. অস্টিন ঘ. টি এইচ গ্রিন
১১. আধুনিক কালে আইনের প্রধান উত্স কোনটি?
ক. প্রথা খ. বিচারকের রায়
গ. ন্যায়বোধ ঘ. আইন পরিষদ
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. গ ১১. ঘ
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা